এই ইদে ফের একবার ধামাল করতে আসছেন সলমান খান (Salman Khan)। ইদ মানেই ভাইজান। এর কোনও অন্যথা হতেই পারে না। কিন্তু গত কয়েক বছরে একাধিক টালবাহানায় সেই ব্যতিক্রমই হয়েছিল। এবার বক্স অফিসে ফের জলওয়া দেখাতে আসছেন সলমান খান। কিসি কা ভাই কিসি কি জান বহু টালবাহানার পর অবশেষে মুক্তি পাচ্ছে।