West Bengal News : বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দিল্লি যেতেই উচ্ছ্বাস দ্বিগুন হয়ে গিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP-র নেতা কর্মীদের। তার মধ্যে একই জেলার BJP নেতা অনুপম হাজরার উচ্ছ্বাসের মাত্রা যেন একটু বেশিই। অনুব্রতর দিল্লি যাত্রার খবর কানে যেতেই দেশের রাজধানী দিল্লির রাজপথে গতকাল গুড়-বাতাসা বিলি করতে দেখা গিয়েছিল অনুপম হাজরাকে। আর আজ বেশ মজাদার টুইট করে সকলের নজর কেড়ে নিলেন তিনি।

আজ বুধবার টুইট করে তিনি বলেন, “ছোটবেলায় ইংরেজি ব্যাকরণে ‘TENSE’ শেখার সময় পড়তাম – কারোর পেছনে ‘ED’ লাগলে তার কালের পরিবর্তন হয়……তখন পড়েছিলাম আর এতোদিনে উপলব্ধি করলাম…”। তাঁর এই মজাদার অথচ গভীর অর্থের টুইট ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন ছড়িয়েছে জনমানসে। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED।

Dilip Ghosh On Anubrata : ‘বুঝবে দিল্লির লাড্ডু কেমন …’, কেষ্টকে ফের খোঁচা দিলীপের
আর এর ফলে যে অনুব্রত মণ্ডল ও গোরু পাচার মামলায় বড় পরিবর্তন আসতে চলেছে, সেই নিয়ে কারোর মনে কোনও সন্দেহ নেই। আর ঠিক সেই সময়েই হঠাৎই ‘ED’ ও ‘পরিবর্তন’ নিয়ে অনুপমের এই টুইট যে অনুব্রতকে খোঁচা দিয়েই, সেই বিষয়ে কারোরই দ্বিমত নেই। গতকাল মঙ্গলবার অনুব্রতকে দিল্লি নিয়ে খবর শুনতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন অনুপম হাজরা।

Anubrata Mondal News: ‘ফিসচুলা ফেটে রক্তপাত হচ্ছে’, আদালতে দাবির পরেও হাসপাতালে যেতে নারাজ অনুব্রত
গতকাল তিনি টুইট করেন, “আজ মাগুর শেষ কিন্তু অন্য মাছ আছে”। সেই সঙ্গে লিখে দেন, “বাস্তব চরিত্রের সঙ্গে এর কোনও মিল নেই, হলে সেটা নেহাতই কাকতালীয়”। সেই সঙ্গে তিনি বলেন, “বেচারাকে বীর বীর সম্মান দিয়ে ক্ষুদিরাম বানানো হল। যদি অনুব্রত মণ্ডল রাজসাক্ষী হয়ে যান তাহলে তাঁর জন্য ভাল। তবে অনুব্রতর পিঠে চড়াম চড়াম করে পেটালে বড় বড় নাম সামনে আসবে”।

Anubrata Mondal News: কেষ্ট যাচ্ছে দিল্লি, চড়াম চড়াম ঢাক বাজিয়ে নকুলদানা-বাতাসা বিলি বিজেপির
এছাড়াও দিল্লীর রাস্তায় গুড় বাতাসা বিলি করতে করতে তিনি বলেন, তিহার জেলেও অনুব্রতর কাছে গুড় বাতাসা পাঠাবেন তিনি। বলাই যায়, একেবারে অনুব্রতর সুরেই তাঁকে খোঁচা দিচ্ছেন একদা অনুব্রত ঘনিষ্ঠ অনুপম। বীরভূম জেলা সূত্রে জানা যায়, অনুপম হাজরার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অনুব্রতর হাত ধরে। সেই সূত্রেই অনুব্রতকে কাকু বলতেন অনুপম। বর্তমানে অবশ্য সে সমস্ত অতীত। আজ তাঁরা কেবলই একে অপরের প্রতিপক্ষ। তাই ED আধিকারিকেরা জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতকে দিল্লি নিয়ে আসায় বিশেষ উৎফুল্ল অনুপম হাজরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version