West Bengal News : জমি নিয়ে বিবাদের জের। এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। দোল উৎসবের দিন চাঞ্চল্যকর ঘটনা হুগলি জেলার চণ্ডীতলায়। মৃত ব্যাক্তির নাম কৃষ্ণেন্দু দাস(৩২)। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

North Dinajpur News : নলি কেটে বাবাকে খুন! গ্রেফতার ছেলে
স্থানীয় সূত্রে খবর, চন্ডীতলার জনাই স্টেশন সংলগ্ন মধ্যপাড়া এলাকায় দোলের দিন দুপুরে প্রতিবেশি রুনু সিং-এর সঙ্গে বচসা শুরু হয় কৃষ্ণেন্দু দাসের। বাড়ির ভিটে নিয়ে দুই পরিবারে বিবাদ দীর্ঘদিনের। সেই বিষয় নিয়েই এদিন ফের দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, মদ্যপ অবস্থায় রুনু ও তাঁর দুই ছেলে বুদো আর বাবু কৃষ্ণেন্দুর উপর চড়াও হয়।

Baruipur Road Accident : বারুইপুরে গাড়ি -বাইকের সংঘর্ষে মৃত ১, চালক পলাতক
কৃষ্ণেন্দু দাসের পরিবারের অভিযোগ, উঠোনে ফেলে তাকে লাথি, ঘুষি, লাঠি দিয়ে মারতে থাকে। বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে মা যুথিকা দাস এগিয়ে যান। তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেয় অভিযুক্তরা। এরপর স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে (Chanditala gramin Hospital) নিয়ে যায়। চিকিৎসকরা কৃষ্ণেন্দু দাসকে মৃত বলে ঘোষণা করেন।

Taki Road Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা টাকি রোডে, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
চণ্ডীতলা থানার পুলিশ রুনু সিংকে গ্রেফতার করে। তার দুই ছেলে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যুথিকা দাস জানান, ছেলে কোনও কথা বলেনি। মাটিতে ফেলে বাঁশ, মদের বোতল দিয়ে মাথায়, মুখে আর পেটে লাথি মারে। আমি বাঁচাতে গেলে আমাকে ঠেলে ফেলে দেওয়া হয়। আমার ছেলেকে যারা মারলো তাদের আমি ফাঁসি চাই। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

CBSE Examination 2023 : মিষ্টি কিনতে গিয়ে অটোর ধাক্কায় মৃত্যু ব্যক্তির, চোখের জলে বাবার শেষকৃত্য সম্পন্ন CBSE পরীক্ষার্থী ছেলের
অন্যদিকে, অপর একটি ঘটনায় মঙ্গলবার সিঙ্গুর থানা এলাকায় জলে ডুবে মৃত্যু হল দুই যুবকের । পুলিশ জানিয়েছে, মৃত যুবকদের নাম প্রীতম ভুক্ত ও সোমনাথ রায়। দু জনেরই বয়স ২৩ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটে সিঙ্গুরের বাবুরভেড়ি মধ্যমগ্রামের সাতপুকুরে।

Dakshin 24 Pargana : ৭ বছরের ছেলেকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে, হাড়হিম করা ঘটনা ডায়মন্ডহারবারে
সেখানে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় প্রীতম ভুক্ত নামে এক যুবকের। অন্যদিকে, সিঙ্গুরের সাত মন্দিরতলার বাবুর পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় সোমনাথ রায় নামে এক যুবকের। দুটি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version