এই সময়: রাজ্যে আইপিএস স্তরে বড়সড় রদবদল হলো বৃহস্পতিবার। তাঁদের মধ্যে বেশ কয়েক জন আইপিএস অফিসার আগেই প্রোমোশন পেয়ে গেলেও একই পদে তাঁরা বহাল ছিলেন। বৃহস্পতিবার ৫১ জন আইপিএসের রদবদলের প্রশাসনিক নির্দেশে নতুন পদ পেয়েছেন তাঁরা। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে আইপিএস স্তরে এই রদবদল তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Indian Army : ফাইটার জেট থেকে মিসাইল, নারী দিবসে প্রথমবার সীমান্ত যুদ্ধের নেতৃত্বে বায়ুসেনার মহিলা অফিসার
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম) মুরলীধর শর্মা হলেন কলকাতার অ্যাডিশনাল সিপি। নতুন যুগ্ম কমিশনার (ক্রাইম) হয়েছেন শঙ্খশুভ্র চক্রবর্তী। যুগ্ম কমিশনার (ট্র্যাফিক) থেকে বদলি হয়ে যুগ্ম কমিশনার (সদর) হয়েছেন সন্তোষ পাণ্ডে। ট্র্যাফিকের দায়িত্বে এসেছেন ডিসি (সেন্ট্রাল) রূপেশ কুমার। যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার পদন্নোতি পেয়ে অ্যাডিশনাল সিপির দায়িত্ব নিয়েছেন।

Prayagraj Encounter: ভোর হতেই গুলির শব্দে কাঁপল প্রয়াগরাজ, এনকাউন্টারে খতম উমেশ পাল খুনের শ্যুটার
রাজ্য পুলিশের আইজি ট্র্যাফিক পদে এসেছেন সুকেশ কুমার। রাজ্য পুলিশের এসটিএফের ডিআইজি পদে দায়িত্ব নিলেন দেবস্মিতা দাস। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি মিরাজ খলিদকে পাঠানো হয়েছে পুরুলিয়া রেঞ্জে। বদলি করা হয়েছে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ধৃতিমান সরকারকেও। তাঁকে পশ্চিম মেদিনীপুরের এসপি করা হয়েছে। ওই পদে ছিলেন দীনেশ কুমার।

Rabindra Bharati University: অবশেষে কাটল জট, নতুন উপাচার্য নিয়োগ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে
তাঁকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল করা হয়েছে। ডিসি (সাউথ) হয়েছেন প্রিয়ব্রত রায়। বিধাননগরের ডিসি প্রবীন প্রকাশকে দার্জিলিংয়ে এসপি পদের দায়িত্ব দিয়েছে প্রশাসন। সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনের পর বদলি করা হলো জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভোলানাথ পাণ্ডেকেও। তাঁকে রাজ্য পুলিশের তিন নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য পুলিশের দশম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার রাহুল গোস্বামীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version