Purba Medinipur News : ভগ্ন সেতু দিয়ে চলছে ঝুঁকির পারাপার। অফিস যাত্রী, ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হয় কাঠের সেতু দিয়েই। ভয়াবহ অবস্থা তমলুকের মাতঙ্গিনী ব্লকের খালের উপর নির্মিত কাঠের সেতুর। কবে হবে স্থায়ী কংক্রিটের সেতু ? চিন্তায় দিন গুনছেন এলাকার মানুষ। তবে স্থানীয় পঞ্চায়েত সদস্যের আশ্বাস, নির্বাচনের আগেই পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।

Raiganj News : মাটির নিচ থেকে উদ্ধার রাশি রাশি প্রাচীন মুদ্রা, শোরগোল রায়গঞ্জে
দুই গ্রামের বাসিন্দাদের জন্য পারাপারের একমাত্র ভরসা এই সেতু। বাঁশ আর কাঠ দ্বারা নির্মিত সেতুই একমাত্র ভরসা এলাকাবাসীর। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রী থেকে অফিস যাত্রীরা সেতু পারাপার করে। স্থানীয়রা জানিয়েছেন, দুটি গ্রামের কয়েক হাজার মানুষ নিত্যদিন এই সেতু দিয়ে যাতায়াত করে থাকে। ভোট আসে ভোট যায়। কিন্তু সেতু নির্মাণের প্রতিশ্রুতিই সার। কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকার মানুষ।

Dakshin 24 Parganas News : মাটিবাহী গাড়ির চলাচলে কঙ্কালসার দশা রাস্তার, ক্ষোভ বারুইপুরের গ্রামে
পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামের খালের উপর দিয়ে একটি অস্থায়ী ভগ্নপ্রায় কাঠের সেতু রয়েছে। সেতুটিকে স্থায়ী কংক্রিটের বানানোর জন্য দীর্ঘদিন ধরেই আবেদন জানিয়ে আসছেন দুই পারে গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ একাধিকবার স্থানীয় পঞ্চায়েতে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি। বাধ্য হয়ে ভগ্নপ্রায় সেতুর উপর দিয়ে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয় প্রত্যেককে।

Nawabganj Ferry Ghat : ৬ বছর পর ফের চালু নবাবগঞ্জ ফেরিঘাট, স্বস্তিতে নিত্যযাত্রীরা
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্রিজ করা হোক কংক্রিটের। স্কুলের কচিকাঁচারা যাতায়াত করে প্রাণের ঝুঁকি নিয়ে। দিন আনা দিন খাওয়া মানুষকে এই ভগ্ন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে। যে কোনও দিন বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই। স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় দু’বছর হতে চলল সাঁকোর এই অবস্থা। আবরবার আবেদন করা হয়েছে, কিন্তু কিছু হয়নি। কয়েকবার ছেলেমেয়েরা পড়ে গিয়ে আহত হয়েছে।”

Siliguri News : শিলিগুড়িতে বালাসন নদীতে বালি তুলতে গিয়ে দুর্ঘটনা, ২ কিশোর সহ মৃত ৩
স্থানীয় ব্লক সভাপতি রাজেশ হাজরা আশ্বাস দেন, পঞ্চায়েত ভোটের আগে কাজ শুরু হতে পারে। তিনি বলেন, “আমাদের বিধায়ক এলাকার কিছু কাঁচা সেতু স্থায়ীকরণের জন্য উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে যে সেতুটিও আছে।” স্থানীয় বিজেপি নেতা বামদেব গুছাইত বলেন, শহীদ মাতঙ্গিনী দেবীর নামাঙ্কিত ব্লক। সেখানে এরকম একটি ভগ্নপ্রায় সেতু। সেটাকে মেরামতির কোনও ব্যবস্থা নেই। যারা জনপ্রতিনিধি হয়েছে এলাকার কাজের জন্য নয়, নিজের সম্পত্তির বৃদ্ধি করতে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version