ন্যয্য পাওনার দাবিতে দিনের পর দিন শহরের রাজপথে আন্দোলনে অনড় সরকারি কর্মচারীরা। তাদের মধ্যে একাধিক অনশনরত। সরকারের হুঁশিয়ারি, রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অনুরোধ এবং বিরোধীদের সমর্থন পাওয়া সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে টলানো যায়নি তাঁদের। এমত অবস্থায় এবার DA আন্দোলনকারীদের মঞ্চে পড়ল হুমকি চিঠি। বিস্ফোরণ এই শহিদ মিনারের সামনে তৈরি অস্থায়ী মঞ্চ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল।

West Bengal DA News : ‘যেদিন বকেয়া DA পাব সেদিন দোল খেলব’, ধর্মঘটের প্রস্তুতি সরকারি কর্মীদের

DA মঞ্চে রহস্যময়য় চিঠি!

‘নাটক বন্ধ কর না হলে বম্ব দিয়ে মঞ্চ উড়িয়ে দেব।’ সাদা কাগজের উপর রং পেন্সিল দিয়ে হাতে লেখা একটি চিরকুট পাওয়া গিয়েছে DA আন্দোলনকারীদের মঞ্চে। হুমকি চিঠি পাওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আন্দোলনকারীদের মধ্যে। কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছেন, তা অবশ্য এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ময়দান থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন সরকারি কর্মচারীরা। তবে ঘটনায় একটুও বিচলিত নন আন্দোলনকারীরা।

DA Latest News Today In West Bengal : ডিএ-অবস্থানের ৩৮তম দিনে অসুস্থ অনশনরত

ফিরহাদ উবাচ

প্রসঙ্গত, রবিবারই সংবাদমাধ্যমের সামনে DA আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করতে শোনা গিয়েছিল মন্ত্রী ফিরহাদ হাকিমকে। এই নিয়েও সরব হয়েছেন আন্দোলনকারীদের কেউ কেউ। কবে অধিকাংশেরই বক্তব্য, “আন্দোলন চলবে। ঝাঁজ আরও বাড়বে।” বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ধরনা অবস্থানের ৪৬ তম দিনে এই হুমকি চিঠিকে কেন্দ্র করে ফের একবার সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

DA Protest In West Bengal : বাড়তি অক্সিজেন পেল ডিএ আন্দোলন ? শহিদ মিনারের ধরনা মঞ্চে পরপর শুভেন্দু, নওশাদ
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

রবিবার DA আন্দোলনকারীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু, তারপরও সমাধানের পথ বেরয়নি। অনশন তোলা নিয়ে কোনও ইতিবাচক মন্তব্য শোনা যায়নি আন্দোলনকারীদের মধ্যে। রাজ্য দ্বিপাক্ষিক বৈঠকে বসতে রাজি হলে আন্দোলনকারীরা তাঁদের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত করবে বলেই জানিয়েছে ৫৫টি সরকারি কর্মী সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ।

DA Strike In West Bengal : DA আন্দোলনকারীদের অনশন প্রত্যাহারের অনুরোধ রাজ্যপালের, নবান্নের কঠোর নির্দেশিকার মাঝেই চলছে ধর্মঘট
সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর আন্দোলনকারীদের প্রতিনিধি বলেন, “রাজ্যপাল সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টি দেখছেন। সেজন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যপাল বলেছিলেন অনশন তুলে নিতে।” আন্দোলনকারীরা বলেন, “আমরা চাই রাজ্যপাল মধ্যস্থতা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনার বন্দোবস্ত করুন। সরকারের কী অসুবিধা রয়েছে আমরা জানতে চাই। একইসঙ্গে আমরা আমাদের দাবি জানাতে চাই।” রাজ্যপাল নিজে তাঁদের অনশন আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার আর্জি রেখেছিলেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবশ্য বলেছিলেন, “অনশন তুলে নিলেও আন্দোলন যেন না থামে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version