একই গ্রামে পাশাপাশি বাড়ি দুজনের। স্কুল, টিউশন থেকে শুরু করে ছোটাখাটো কারণে বাইরে বেরনোর সময় দেখা সাক্ষাত চলত। সেখান থেকে ভালো লেগে যাওয়া। ভালোলাগা কি আর অকারণ থেমে থাকে, জল গড়াল প্রেম। একটানা চার বছরের প্রেমের পর মেয়েটির অন্যত্র বিয়ের তোড়জোড় শুরু করেছিল পরিবার। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রেমিকার বিয়ের কথা জানতে হাত গুটিয়ে বসে থাকেনি প্রেমিক। প্রেমিকের হাত ধরে বাড়িতে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী।

খোঁজাখুঁজির পর পরিবার জানতে পারে বিষ্ণুপুর দে পাড়ার বাসিন্দা তরুণ বাপ্পা মুখোপাধ্যায়কে বিয়ে করেছে সুদীপা মণ্ডল নামে ওই তরুণী। আপত্তি থাকলেও মেয়ের কথা ভেবে বিয়ে মেনে নিয়েছিল তরুণীর পরিবার। তবে ছেলের এমন বিয়ে মানতে পারেন বাপ্পার পরিবার। সেখান থেকে টানাপোড়ের সূত্রপাত। সম্প্রতি ওই তরুণী আত্মঘাতী হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Dowry: ২ লাখেও মজেনি মন, পাত্রপক্ষের থেকে আরও পণ না পেয়ে বিয়ে ভাঙলেন আদিবাসী তরুণী
মৃত তরুণীর পরিবারের দাবি, বাপ্পার সঙ্গে তাঁর বৌদিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে দেখে ফেলেছিল সুদীপা। যে ভালোবাসার টানে উচ্চ মাধ্যমিক না দিয়ে, পরিবার ছেড়ে একদিন পালিয়ে গিয়েছিল, এমন পরিণতি দেখে মানসিক আঘাত থেকেই আত্মঘাতী হয় সে, পরিবারের এমনটাই অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিষ্ণুপুর রাওতারা এলাকার বাসিন্দা গৌতম মণ্ডলের তিন কন্যা সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ সুদীপা। পরিবারের অভিযোগ, সুদীপ পড়াশোনা করুক, তা কখনওই চায়নি বাপ্পা। তাঁর জেদের কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি সুদীপার, এমনটাই অভিযোগ পরিবারের।

Higher Secondary Examination : টিউশন পড়তে গিয়ে নিখোঁজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, দুশ্চিন্তায় পরিবার
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১২ মার্চ পালিয়ে বিয়ে করার পর ১৩ মার্চ শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি ফিরে আসে ওই তরুণী। বাবার বাড়িতে চলে এলেও ফোনে স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। মৃতের পরিবারের দাবি, ১৬ মার্চ সকালে স্বামীর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় তাঁদের মধ্যে অশান্তি হয়। সুযোগ বুঝে বাথরুমে গিয়ে নাইট্রিক অ্যাডিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করে সুদীপা।

Bengali Marriage : অন্য মেয়ের সঙ্গে ছাদনাতলায়, বিয়ের আসরে হাজির প্রেমিকা! তারপর…
আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকেরা তাঁকে শক্তিনগর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু, সেখান থেকে তাঁকে কলকাতায় রেফার করা হয়। নীলরতন সরকার হাসপাতালে নিয়ে আসার পথে দুপুরে মৃত্যু হয় ওই তরুণীর। পরিবারের তরফে বাপ্পার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই মামলার রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version