West Bengal News : গ্রামবাসীদের অ্যাকাউন্টে ঢুকছে হাজার হাজার টাকা। ঢুকতেই সেই টাকা এসে চাইছেন স্থানীয় তৃণমূল নেতা। অন্য লোকের অ্যাকাউন্ট ব্যবহার করে সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করার অভিযোগ। অভিযোগ গোঘাটের যুব তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে।

শাসক দলের প্রভাব খাটিয়ে একাধিক ব্যক্তির অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা ঢুকতেই, সেই অর্থ তুলে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল সভাপতি আজিম রহমান খানের। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস স্থানীয় মহকুমা শাসকের।

Trinamool Congress : আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বার বার! পানিহাটির তৃণমূল নেতাকে নিয়ে কড়া সিদ্ধান্ত দলের
গোঘাটের শ্যামবাজার অঞ্চলের তৃণমূল যুব সভাপতি আজিম রহমান খানের বিরুদ্ধে লাখ লাখ টাকা কারচুপির অভিযোগ। যদিও বিরোধী দলের চক্রান্তে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি অভিযুক্ত তৃণমূল নেতার। তবে ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরামবাগ মহকুমা শাসক সুভাশিনী।

সাধারণ মানুষের কথা ভেবে রাজ্য সরকার সিপিসি-র মাধ্যমে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করছে প্রতিটি ব্লক এলাকায়। এবার সেই ধান বিক্রিতেই কারচুপির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা তথা গোঘাটের শ্যামবাজার যুব তৃনমুলের অঞ্চল সভাপতি আজিম রহমান খানের বিরুদ্ধে। তিনি গোঘাট ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সাহাবুদ্দিন খানের ঘনিষ্ঠ বলে এলকায় পরিচিত। এলাকায় তাঁর দাপটও রয়েছে বেশ বলে দাবি স্থানীয়দের।

Uttar 24 Pargana News : CPIM নেতার অপহরণের ‘মুক্তিপণে’ কাটমানি তৃণমূলনেত্রীর! মারাত্মক অভিযোগে শোরগোল বাগদায়
অভিযোগ, প্রভাব খাটিয়ে এলাকার প্রায় শতাধিক মানুষের কাছে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্কের নথিপত্র সংগ্রহ করা হয়। প্রশ্ন উঠছে, এলাকার যাদের সামান্য জমি অথবা জমিই নেই তাদের বিঘার পর বিঘা জমি দেখিয়ে কীভাবে হাজার হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকানো হল? অভিযোগ, এই সব সাধারণ মানুষের অ্যাকাউন্টে ধান বিক্রির টাকা ঢোকানো হয়।

তারপরই টাকা তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতা। কিন্তু কয়েকদিন আগে হঠাৎ করেই হাজার হাজার টাকা ঢোকে বিভিন্ন প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষদের অ্যাকাউন্টে। কারও ৫০ হাজার, কারও ৯০ হাজার। টাকা ব্যাঙ্ক থেকে তুলে দেওয়া জন্য বারবার চাপ দেয় ওই সমস্ত অ্যাকাউন্ট গ্রাহকদের।

Pradhan Mantri Awas Yojana : কড়ি ফেলেও মেলেনি বাড়ি! মালদায় রাজ্য সড়ক অবরোধ গ্রামবাসীদের
যখন দফায় দফায় অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে তখন সন্দেহ বাড়ে গ্রামবাসীদের। তার পরেই জানা যায় কারচুপির ঘটনা। ঘটনার পরেই প্রতিবাদ জানান অনেকেই। যদিও তার মধ্যেই বেশ কয়েকজনের থেকে টাকা নিয়ে নেয় অভিযুক্ত তৃণমূল নেতা।

যদিও তৃণমূল নেতার দাবি, “আলু বীজ বিক্রয় করার জন্য কেউ টাকা দিয়েছে।” কিন্তু এই ধরনের ঘটনায় জড়িত নন বলে জানান। বিরোধী দল তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।

Jalpaiguri News : ধর্মঘট রুখতে প্রধান শিক্ষিকাকে হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, শোরগোল জলপাইগুড়িতে
যদিও ঘটনায় CPIM ও BJP নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করেছে। স্থানীয় BJP নেত্রী দোলন দাস বলেন, “তৃণমূল দলটা চোরদের দল। চুরি করতে করতে পশ্চিমবঙ্গকে খাদের কিনারে নিয়ে গিয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version