West Bengal News : মাস কয়েক আগে সরস্বতী পুজোর প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় আমতার রামসদয় কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে তাড়স্বরে DJ বক্স বাজানোর অভিযোগ উঠেছিল। DJ বাজানোর প্রতিবাদে সরব হয়েছিল আমতার পরিবেশপ্রেমী সংগঠনগুলি। আর এবার জয়পুর পঞ্চানন রায় কলেজে নবীন বরণ অনুষ্ঠানে তারস্বরে বক্স বাজানোর অভিযোগ উঠল কলেজের পড়ুয়াদের বিরুদ্ধে।

এমনকি উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর পরীক্ষা চলাকালীন কিভাবে কলেজে বক্স বাজিয়ে নবীনবরণ অনুষ্ঠান হল, সেই যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার হাওড়া জেলার জয়পুর পঞ্চানন রায় কলেজের নবীন বরণ অনুষ্ঠান ছিল। অভিযোগ কলেজে তারস্বরে বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়।

HS Exam 2023 : মঙ্গলে উচ্চমাধ্যমিক, বিয়েবাড়িতে তারস্বরে বাজছে DJ! বিক্ষোভ কাঁকসায়
এমনকি গানের তালে তালে নাচা গানাও করে পড়ুয়ারা। এদিকে কয়েকশো মিটারের মধ্যেই দুই শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা চলাকালীন কলেজে এই ধরনের অনুষ্ঠান নিয়ে সরব হয়েছেন অভিভাবকরা।

যদিও প্রশাসনের এক কর্তার বক্তব্য, “আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা জয়পুর থানাকে বিষয়টা দেখতে বলি। পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে।” জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার অনুষ্ঠানে বক্স বাজানোর কথা স্বীকার করে নিলেও তার দাবি কলেজ ক্যাম্পাসে আস্তে বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়েছে। বাইরে কোনও আওয়াজ যায়নি।

Duare Sarkar : তারস্বরে মাইক বাজিয়ে দুয়ারে সরকার পালন, উচ্চ মাধ্যমিককে ‘থোড়াই কেয়ার’ তৃণমূলের!
এমনকি এই ব্যাপারেও কেউ কোনও অভিযোগ করেনি বলে জানান অধ্যক্ষ সৌমিত্র সরকার। এই বিষয়ে তিনি বলেন, “যথাস্থানে অনুমতি নিয়েই এই অনুষ্ঠান করা হয়েছে। পড়ুয়ারাও আমাকে এই বিষয়ে সমস্ত কিছু অবগত করেছে। আমি নিজেও অনুষ্ঠান চলাকালীন কলেজে ছিলাম। কোনও ঝুট ঝামেলা হয়নি। আর সব থেকে বড় কথা কেউ কোনও অভিযোগ করেনি এই নিয়ে। তবুও যে কেন কথা উঠছে এসব নিয়ে, বুঝতে পারছি না।”

যদিও স্থানীয় এক অভিভাবক এই নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার ছেলে এই বছর একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছে। আমাদের বাড়ি এই কলেজের কাছেই। আমার বাড়িতে রীতিমতো জোরে আওয়াজ এসেছে এই অনুষ্ঠানের।”

B.Ed Exam 2023 : দেড় ঘণ্টা বাদে শুরু পরীক্ষা, চূড়ান্ত অব্যবস্থা ঘিরে বিক্ষোভ রায়গঞ্জের কলেজে
এই বিষয়ে তিনি কলেজ কর্তৃপক্ষ বা পুলিশকে কোনও অভিযোগ জানিয়েছেন কিনা এই প্রশ্ন করা হলে ওই অভিভাবক বলেন, “আমি এই কারণে থানা পুলিশ করতে চাইনি। আর সেই সময় কলেজে গিয়ে ঢোকা সম্ভব ছিল না। আমি মার এক সূত্র মারফত প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তাকে এই বিষয়ে জানিয়েছিলাম।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version