ফের একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে DA মামলার শুনানি। ১১ এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলা উঠতে চলেছে বলে জানা গিয়েছে। এদিকে মঙ্গলেই DA নিয়ে সুপ্রিম শুনানির আশায় বুক বেঁধেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় কী প্রতিক্রিয়া আন্দোলনকারীদের? আন্দোলন এবার কোন পথে?

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তাঁদের আন্দোলন চলবে। বরং DA সহ স্বচ্ছ নিয়োগ, যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ নিয়ে তাঁদের আন্দোলন চলবে। নিজেদের ‘প্রাপ্য’ আদায়ের জন্য শহিদ মিনারের পাদদেশে তাঁদের ধরনা এবং অনশন চলবে।

DA Latest News : সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি, জয় নিয়ে প্রত্যয়ী সরকারি কর্মীরা
এই প্রসঙ্গে ইউনিটি ফোরামের পক্ষ থেকে দেবপ্রসাদ হালদার বলেন, “১১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। পুরো বিষয়টিই সুপ্রিম কোর্টে বিচারাধীন। আদালতের বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।” অন্যদিকে, সরকারি কর্মচারি পরিষদের তরফে দেবাশিস শীল বলেন, “সুপ্রিম কোর্টের পলিসির বেড়াজালে আমরা পড়ে যাচ্ছি।” তাঁর আরও সংযোজন, “আমরা আইনি লড়াই লড়ে যাচ্ছি। আগামীতেও লড়ব।”

পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে কিংকর অধিকারী বলেন, “সুপ্রিম কোর্টে এই মামলা চলছে। তবে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। পথে নেমে প্রতিবাদ করা ছাড়া কোনও উপায় নেই।”

DA Supreme Court : মঙ্গলেও হল না শুনানি, সুপ্রিম কোর্টে ফের পিছোল DA মামলা
উল্লেখ্য, মঙ্গলবার বিচারপতিরা ব্যস্ত থাকায় DA মামলার শুনানি হয়নি। গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কার্যত জয় হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। মহার্ঘ ভাতা মিটিয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। যদিও ডিভিশন বেঞ্চে এই মামলা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিল রাজ্য। এরপর এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে।

DA Latest News : ‘সুপ্রিম কোর্টে মুখ পুড়বে রাজ্যের, তাই…’, DA নিয়ে মমতার মন্তব্যের পালটা সরব আন্দোলনকারীরা
প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে লাগাতার আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীরা। এই পরিস্থিতিতে ঠিক কী অবস্থান রাজ্যের? সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য সরকার যতটা পেরেছে দিয়েছে। রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে DA চাইবেন, তা ঠিক নয়।” পাশাপাশি এর আগেও তিনি বলেছিলেন, “বিদেশ যাওয়ার জন্য রাজ্য ছুটি দেয়। মহার্ঘ ভাতা আরও তিন শতাংশ বাড়ানো হয়েছে। কিন্তু, নন্দলালদের শুধু চাই আর চাই।”

Mamata Banerjee On DA : রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে DA পাবেন, তা হয় না: মমতা
অনশনকারীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি অনশন প্রত্যাহারের কথা বলেছিলেন। রাজ্যপালের সঙ্গে দেখাও করেন আন্দোলনকারীরা। যদিও অনশন প্রত্যাহার করেননি তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version