রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে রীতিমতো তোলপাড় চলছে। শাসকদলের একাধিক নেতা নিয়োগ দুর্নীতিতে ধরা পড়েছ। এই অবস্থায় এক INTUC নেতার বিরুদ্ধে লাখ লাখ টাকার বিনিময়ে দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্টে অস্থায়ী চাকরি দেওয়ার অভিযোগে তাঁকে গাছে বেঁধে রাখেন এলাকাবাসীরা। INTUC কংগ্রেসের শ্রমিক সংগঠন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এএসপিতে লাখ লাখ টাকার বিনিময়ে আইএনটিইউসি নেতা কর্মীরা অস্থায়ী নিয়োগ করছে। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়ে গোটা বিষয়টি সজাগ থাকতে শুরু করেন স্থানীয়রা। সেই মত এলাকার বাসিন্দারা বিষয়টির ওপর নজরদারি শুরু করে। দুর্গাপুরের মেন গেট এলাকার বাসিন্দা চাকরির জন্য অভিযুক্ত নেতা শান্তনু ২ লাখ ৬০ হাজার টাকা দেয় দেয় বলে অভিযোগ।

Recruitment Scam : ফুড কর্পোরেশনের নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা আদায়! CPIM নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
আইএনটিইউসি নেতাকে টাকা দিয়ে দিয়ে পাওয়া অস্থায়ী চাকরিতে যোগ দিতে এদিন এসএসপিতে আসেন আকাশ পান্ডে নামে ওই যুবক। তখনই এলাকার বাসিন্দারা তাকে ধরে গেটপাস কেড়ে নেয়। স্থানীয় বাসিন্দাদের চাপের মুখে টাকা দিয়ে চাকরি পাওয়ার বিষয়টি স্বীকার করে নেন আকাশ। স্থানীয় বাসিন্দাদের আকাশ জানায় পার্টি ফান্ডের নাম করে তাঁর থেকে টাকা নেওয়া হয়েছে।

তখনও ওই শ্রমিক নেতাকে গাছে সঙ্গে বেঁধে রাখেন স্থানীয় বাসিন্দারা। গোটা ঘটনার কথা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরিদপুর থানার পুলিশ। অভিযুক্ত আইএনটিইউসি নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

Kuntal Ghosh Shantanu Banerjee: দুর্নীতির দায় আর বয়ে বেড়ানো নয়! তৃণমূল থেকে বহিষ্কৃত কুন্তল-শান্তনু
আকাশ পান্ডে নামে ওই যুবকের দাদা বলেন, “ভাইয়ের চাকরির জন্য শান্তনুকে টাকা দিয়েছিলাম। ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়। পাঁচ থেকে ছ মাস আগে এই টাকা দেওয়া হয়েছিল। আমার ভাইয়ের চাকরিও হয়ে গিয়েছিল, কিন্তু আজ কাজে যোগ দিতে এলে তাঁর গেট পাস নিয়ে নেওয়া হয়।”

অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতা শান্তনু মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। কিন্তু আকাশ ইন্টারভিউ পাশ করেই চাকরি পেয়েছেন। আমি ব্যক্তিগতভাবে টাকা নিই। আমার আইএনটিইউসি করি। তৃণমূলও আমাদের সঙ্গে থাকে। পার্টির কাজের জন্যই টাকা দেওয়া হয়েছে। আমরা কেউ ব্যক্তিগত কাজের জন্য টাকা নিইনি। দল চালাতে গেলে বিভিন্ন ধরনে কার্যকলাপ করতে হয়, সেই কারণে টাকার প্রয়োজন হয়। সেই কারণেই টাকা নেওয়া হয়েছে।”

Shantanu Banerjee SSC Scam: বলাগড়ের কলেজে নিয়োগেও প্রভাব খাটিয়েছিলেন শান্তনু? তড়িঘড়ি ঢাকল নাম
রাজ্যে যেখানে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তে নেমেছে ই়ডি সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা, নতুন ব্যক্তিদের নাম পাওয়া যাচ্ছে। সেখানে কংগ্রেসের শ্রমিক নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নতুন মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version