Alipurduar District Hospital : রোগীদের থেকে টাকা তোলার অভিযোগ! আয়াদের বের করলেন হাসপাতাল সুপার – hospital superintendent removed nannies from different wards of alipurduar district hospital


West Bengal News : শুক্রবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে আয়া মাসিদের বের করে দিলেন হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অবৈধভাবে কাজ করছিলেন জনা ৫০ আয়া কর্মী। দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে অবৈধভাবে জোরপূর্বক রোগীর পরিবারের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। এমনকি জেলা হাসপাতালের প্রসূতি ও শিশু বিভাগে রোগীর আত্মীয়দের রোগীর কাছে যেতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে ওই আয়া কর্মীদের বিরুদ্ধে।

Chanchal Super Specialty Hospital : সুপার স্পেশালিটি হাসপাতালের মেঝেতে শুয়ে রোগী, পরিদর্শনে এসে ক্ষুব্ধ জেলাশাসক
সেই ঘটনায় জেলা হাসপাতালে তোলাবাজি এবং দালাল চক্রের বিরুদ্ধে শক্ত হাতে পদক্ষেপ নিলেন আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল। এদিন দুপুর নাগাদ পুলিশ সঙ্গে নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের প্রসূতি বিভাগ, শিশু বিভাগ ও অন্যান্য বিভাগ থেকে আয়া মাসীদের বের করে দেন আলিপুরদুয়ারের জেলা হাসপাতাল সুপার ডা: পরিতোষ মণ্ডল।

এই বিষয়ে হাসপাতাল সুপার পরিতোষ মণ্ডল বলেন, “দীর্ঘদিন ধরে আমার কাছে রোগীর আত্মীয়দের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায়, বিভিন্ন দালাল চক্র এবং রোগীর আত্মীয়দের ওয়ার্ডে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। আমি হাসপাতালের সমস্ত কর্মীদের এই বিষয়ে হুঁশিয়ারিও দিয়েছিলাম। সম্প্রতি ফের একই রকম অভিযোগ আয়া কর্মীদের বিরুদ্ধে আসে। সেই ঘটনায় জেলা হাসপাতালের সমস্ত ওয়ার্ড থেকে এদিন আয়া কর্মীদের বের করে দেওয়া হয়। রোগীর আত্মীয়রা নিজেরা রোগীর সঙ্গে থাকতে না পারলে যে কাউকে রোগীর সঙ্গে রাখতে পারেন। কিন্তু কোনও আয়া কর্মীকে রোগীর সঙ্গে রাখা যাবে না। হাসপাতালের যেকোনও কর্মীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠলে আমরা শক্ত হাতে তা দমন করব।”

Durgapur Sub Divisional Hospital : শৌচালয়ে উদ্ধার রোগীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে
জানা গিয়েছে, জেলা হাসপাতাল থেকে আয়া মাসিদের কাজ থেকে বের করে দেওয়ার ঘটনায় কর্মহীনতার আশঙ্কায় ভুগছেন আয়া কর্মীরা। এদিন জেলা হাসপাতাল সুপারের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এরই মাঝে জেলা হাসপাতালের মলিনচন্দ্র রায় নামে এক সাপোর্টিং স্টাফকে মারধরের অভিযোগ ওঠে আয়া কর্মীদের বিরুদ্ধে।

এদিন মলিনচন্দ্র রায় জেলা হাসপাতালে কর্মরত ছিলেন। সেই সময় হঠাৎই একদল আয়া কর্মী তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর করতে শুরু করে। পরবর্তীতে জেলা হাসপাতালের অন্যান্য কর্মী ও পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Ashoknagar State General Hospital : অশোকনগর হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ, সুপারের অপসারণের দাবি বিধায়কের
আয়া মাসিদের অভিযোগ, জেলা হাসপাতালের সাপোর্টিং কর্মী মলিনচন্দ্র রায়ের উস্কানিতে জেলা হাসপাতাল সুপার আয়া মাসিদের হাসপাতালের কাজ থেকে বের করে দেন। সেই ঘটনায় এদিন হাসপাতালের ভিতর মলিনচন্দ্র রায়কে মারধর করেন আশা কর্মীরা। খবর পেতেই বিশাল পুলিশ বাহিনী গিয়ে হাসপাতালের ভিতর থেকে আয়া কর্মীদের সরিয়ে দেয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version