রাজ্যে ফের করোনার জেরে মৃত্যু। সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু ১ বৃদ্ধের।
হাইলাইটস
- রাজ্যে ফের করোনায় মৃত্যু হলো এক প্রবীণের।
- নদিয়ার বাসিন্দা ওই প্রবীণ সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি ছিলেন দিন চারেক ধরে।
- শুক্রবার রাতে তাঁকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়।
যক্ষ্মাও হয়েছিল বছর তিরিশ আগে। কো-মর্বিডিটির কারণেই করোনার ধাক্কা ওই প্রবীণ সামলাতে না-পেরে মৃত্যু বলে দাবি স্বাস্থ্যভবনের কর্তাদের।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ