তথাগত চক্রবর্তী: খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ শতাধিক ৷ মৃত্যু হয়েছে একজনের৷ ঘটনাটি ঘটেছে কুলতুলি ব্লকের পাখিরালা গ্রামে ৷ মৃতের নাম হাফিজা সর্দার। তাঁর বয়স ১১ বছর ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ গ্রামবাসী ও প্রশাসন সুত্রে জানা গিয়েছে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ সেখানেই সবাই খাওয়া-দাওয়া করে ৷ তারপর ভোররাত থেকে শুরু হয় শরীর খারাপ। অধিকাংশই শিশু বলে জানা গিয়েছে ৷ সঙ্গে সঙ্গেই অসুস্থদের কয়েকজনকে স্থানীয় ডাক্তারের কাছে আর অধিকাংশ জনকে নিয়ে আসা হয় কুলতুলি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ৷

কুলতুলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল জানান মোট ১৫০ জন অসুস্থকে নিয়ে আসা হয়েছিল ৷ এরমধ্যে ৫ জনকে ভর্তি করা হয়েছে ৷ ৩০ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে ৷ ৩ জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ৷

আরও পড়ুন: Moloy Ghatak, ED: কয়লাকাণ্ডে ফের দিল্লিতে তলব ইডি-র, কী বললেন আইনমন্ত্রী?

এলাকার বাসিন্দা ইমদাদুল্লা শেখ ও হায়দার মোল্লা জানান ভোররাত থেকেই এলাকার বহু মানুষের শারীরিক সমস্যা দেখা দেয় ৷ আরেক বাসিন্দা মঞ্জিলা মোল্লা জানান শিশুদের মল ও বমি হয়। খাদ্যে বিষক্রিয়ার জেরেই এই ধরনের সমস্যা হয়েছে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অয়ন্তিকা মন্ডল ৷

এইরকম একটা পরিস্থিতিতে হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকার বাসিন্দারা ৷ তাদের অভিযোগ পর্য়াপ্ত পরিকাঠামো নেই ৷ এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান তাদের ৩০ বেডের হাসপাতাল ৷ পরিকাঠামো অনুযায়ী তারা সবার চিকিৎসার ব্যবস্থা করছেন ৷ অনেককেই নিমপীঠ ও পদ্মেরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে প্রশাসন সুত্রে খবর ৷

আরও পড়ুন: Jyotipriya Mallick: ‘সিপিএমকে সামাজিকভাবে বয়কটের স্লোগান আজও প্রযোজ্য’

মৃত হাফিজা সর্দারের আত্মীয় মহম্মদ কুমার আলি সর্দার ও আবু বক্কর সর্দার জানান ভোররাত থেকে হাফিজার শরীর খারাপ শুরু হয় ৷ তারা প্রথমে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যান ৷ শারীরিক অবস্থার অবনতি হলে বারুইপুরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় ৷ হাফজার দেহ আপাতত মর্গে রাখা হয়েছে ৷

রবিবার দেহের ময়নাতদন্ত করা হবে ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন কুলতুলির বিধায়ক গনেশ মন্ডল ৷ তিনি জানান এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version