জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোটের জন্য প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকার জন্য তাঁর জাতীয় দলে ফেরার নিশ্চিত ছিল। কিন্তু রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) যে বাইশ গজের যুদ্ধে দাপট দেখাবেন, এটা কেউ ভাবতেই পারেননি। বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে তিনিও ‘ম্যান অফ দ্য সিরিজ’-এর পুরস্কার পেয়েছিলেন। এমনকি এরপর একদিনের সিরিজে ভারতীয় দল অস্ট্রেলিয়ার (Asutralia) কাছে হারলেও, তাঁর পারফরম্যান্স ছিল দেখার মতো। বিসিসিআই-এর (BCCI) চুক্তিতে এ+ ক্যাটিগরিতে উঠে এসেছেন তিনি। অন্যদিকে, টানা ব্যর্থতার কারণে চুক্তির তালিকায় বি ক্যাটিগরিতে নেমে গিয়েছেন কে এল রাহুল (KL Rahul)। পাশাপাশি অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane), ইশান্ত শর্মা (Ishant Sharma) ও ভুবনেশ্বর কুমারের (Bhuvneshwar Kumar) বোর্ডের চুক্তিতে জায়গা হল না। ফলে বেশ বোঝা যাচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) সংসারে এই তিন সিনিয়র ক্রিকেটারের দরজা বন্ধ!
গত বছর এশিয়া কাপ চলার সময় পায়ে চোট পেয়েছিলেন। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি। অস্ত্রোপচারের পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করেই দুরন্ত বোলিং করেন ‘স্যর জাদেজা’। এরপরেই ২০২৩ সালের বোর্ডের চুক্তিতে এ+ ক্যাটিগরিতে উঠে এসেছেন জাড্ডু। বার্ষিক ৭ কোটি টাকা পাবেন তিনি। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে নামার আগে, এই পুরস্কার যে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এছাড়াও এই বিভাগে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। এমনকি পিঠে চোট পেয়ে গত কয়েক মাস মাঠের বাইরে থাকলেও, জসপ্রীত বুমরাকে এই তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় থাকা ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা করে পাবেন।
আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখে নিন আইপিএল থেকে ছিটকে যাওয়া ও চোট পাওয়া ক্রিকেটারদের একাদশ
আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখে নিন ২০০৮-২০২২ পর্যন্ত চ্যাম্পিয়নের তালিকা
https://t.co/kjK4KxoDdK #TeamIndia
— BCCI (@BCCI) March 26, 2023
এ গ্রেড-এ রয়েছেন হার্দিক পান্ডিয়া, অশ্বিন, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল। এমনকি গাড়ি দুর্ঘটনায় আহত হওয়া ঋষভ পন্থও এই তালিকায় জায়গা পেয়েছেন। এই তালিকায় থাকা ক্রিকেটারদের পকেটে বছরে ৫ কোটি টাকা করে ঢুকবে। অস্ট্রেলিয়া সিরিজে অলরাউন্ড পারফরম্যান্সের জোরে বি থেকে চুক্তির এ গ্রেডে উঠে এলেন অক্ষর প্যাটেল।
এদিকে দীর্ঘদিন ধরেই লাগাতার ব্যর্থ হচ্ছেন কে এল রাহুল। ভারতীয় দলের সহ-অধিনায়কের পদ থেকে তাঁকে ছেঁটে ফেলা হয়েছে। বাদ পড়েছেন টেস্ট দল থেকেও। এবার বোর্ডের চুক্তিতেও অবনমন হল তাঁর। এ গ্রেড থেকে বি গ্রেড-এর তালিকায় নেমে গিয়েছেন রাহুল। বার্ষিক ৩ কোটি টাকা পাবেন তিনি। এছাড়াও শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, সূর্যকুমার যাদবরা রয়েছেন এই তালিকায়।
সি গ্রেড-এর তালিকায় মোট ১১জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। শিখর ধাওয়ান, শার্দূল ঠাকুর, ঈশান কিশান, উমেশ যাদব, যুজবেন্দ্র চাহালের মত ক্রিকেটাররা রয়েছেন এই তালিকায়। এই ১১জন বিসিসিআই থেকে বছরে ১ কোটি টাকা করে পাবেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)