West Bengal News : গত বিধানসভা নির্বাচনে শাসকদলের ওপর মান অভিমান করে ISF এবং BJP-তে যোগদান করেছিলেন ভাঙড়ের ব্যাওতা ২ অঞ্চলের কুলবেরিয়া এলাকার কিছু সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁরাই আবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) যোগদান করলেন। মঙ্গলবার রাতে ভাঙড়ের তৃণমূল নেতা প্রদীপ মন্ডল ও খায়রুল ইসলামের হাত ধরে প্রায় ৬০টি পরিবার তৃণমূলে যোগদান করলেন।

Hooghly News : ‘সিঙ্গুরে শিল্প চাই’, মুখ্যমন্ত্রীর সফরের দিনেই মানববন্ধন কর্মসূচি কংগ্রেসের
যোগদানকারীদের বক্তব্য, শাসকদলের ওপর ভুল বুঝে তারা বিক্ষুব্ধ হয়ে অন্য দলে যোগদান করেছিলেন। কিন্তু সেখানে তাদের কোনও সুযোগ সুবিধা দেওয়া হয়নি। এমনকি বিপদের সময় পাশে দাঁড়ানো হয়নি। তাই তারা পঞ্চায়েত নির্বাচনের আগে শাসক দলে যোগ দিলেন। প্রদীপ মণ্ডল বলেন, “ধর্মের সুড়সুড়িতে এই সকল মানুষরা ভুল বুঝে মান অভিমান করে অন্য দলে গিয়েছিলেন। তারা আবার তৃণমূলের গুরুত্ব বুঝতে পেরে আমাদের দলে ফিরে এসেছেন”।

Bankura TMC : গোরু-কয়লার পর ছাগল চুরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! শোরগোল বাঁকুড়ায়
খায়রুল ইসলাম বলেন, “সামনে পঞ্চায়েত নির্বাচন। ISF বা BJP বলে কিছু থাকবে না, প্রত্যেকটা বুথ জিতবে তৃণমূল কংগ্রেস”। এই বিষয়ে তৃণমূলে যোগ দেওয়া BJP নেতা দীপু সর্দার বলেন, “আমরা একটা সময় তৃণমূলই করতাম। কিন্তু গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ওপর ও নেতাদের ওপর কিছুটা অভিমান হয়েছিল।

Abdur Rahim Bakshi : ‘গ্রামের রাস্তার উপর দাঁড়িয়ে বিচার হবে’, হুঁশিয়ারি মালদা তৃণমূল জেলা সভাপতির
তাই BJP-তে যোগ দিয়ে বুঝলাম যে দলটার কোনও অস্তিত্বই নেই। এই দলে কেউ এসে পাশে দাঁড়াবে না, বিপদ হলে ঝাঁপিয়ে পড়বে না, কোনও কিছুই সুবিধা পাওয়া যাবে না। যে কদিন ধরে BJP করলাম, উচ্চস্তরের কোনও নেতার দেখা পাইনি। কোনও ধরনের কর্মসূচি হয়নি। এভাবে একটা দল চলতে পারে নাকি!

Purba Medinipur BJP : নন্দীগ্রামে জেলা সভাপতির অনুমোদন ছাড়াই BJP-র প্রার্থী তালিকা প্রকাশ? জল্পনা রাজনৈতিক মহলে
আর এদিকে তৃণমূল কংগ্রেসের কত উন্নয়নমূলক প্রকল্প, কত কিছু কর্মসূচি রয়েছে। মানুষ সেসব সুফল পাচ্ছেন। তাই আমরা সবাই আবার তৃণমূলের উন্নয়ন যজ্ঞে সামিল হলাম”। এদিকে, বেশ কিছু মানুষের তৃণমূলে যোগদানকে রীতিমতো কটাক্ষ করেছেন ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Paschim Medinipur : চাই ঢালাই রাস্তা! ভোট বয়কটের ডাকে পোস্টার ঘাটালে
এই বিষয়ে তিনি বলেন, “ভাঙড়ের সাধারণ মানুষ ISF-এর সঙ্গেই আছেন। তৃনমুলের পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে তাই লোক দেখানোর জন্য এইসব নাটক করছে। আসন্ন পঞ্চায়েত ভোটেই বোঝা যাবে মানুষ কাদের সঙ্গে আছেন”।

এই বলে তিনি আরও বলেন, “খবর নিয়ে দেখুন যারা তৃণমূলে যোগদান করেছে, তাঁরা বকলমে তৃণমূলেই ছিল। একদা শুধু সমর্থক হয়ে ছিল, আর এদিন হাতে পতাকা ধরিয়ে শুধু কর্মী হিসেবে উপস্থাপন করা হল। এটাকে যোগদান বলে না, নাটক বলে। যা সারা রাজ্যেই চলছে। রাজ্যের মানুষ সব দেখছেন। তৃণমূল সঠিক সময়ে সব জবাব পাবে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version