এই সময়: জঙ্গলমহল এলাকায় আদিবাসীদের রাস্তা অবরোধ আন্দোলনের জেরে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। মাঝেমধ্যে জাতীয় সড়কও অবরুদ্ধ হয়ে পড়ছে। এ নিয়ে এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কলকাতার ধর্নামঞ্চে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই ধরনের আন্দোলন কিছুতেই বরদাস্ত করবে না সরকার। দরকার হলে যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করবে তাদের রাজ্য সরকারের নতুন আইন অনুযায়ী সম্পত্তি বাজেয়াপ্ত করবে প্রশাসন।

BJP West Bengal : ‘দিদিগিরি চলবে না… হিসেব দিতেই হবে’, চরম হুঙ্কার দিলীপের
মাস খানেক আগেই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম জেলা সফরে গিয়েছিলেন। সেদিনই আদিবাসী ও তফসিলি জনজাতির পড়ুয়াদের আবাসিক শিক্ষার অধিকার, সাঁওতালি ভাষার শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা এবং শিক্ষক নিয়োগের দাবিতে শালবনীতে জাতীয় সড়ক অবরোধ করেন আদিবাসী পড়ুয়াদের একাংশ। রাত পর্যন্ত অবরোধ চলে। তা নিয়ে ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী।

Ram Navami : রামনবমীতে শান্তি বিঘ্নিত করলে কঠোর পদক্ষেপ, বার্তা মুখ্যমন্ত্রীর
সম্প্রতি আবার মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছে। তৃণমূলের আশঙ্কা, এর পিছনে বিজেপি’র হাত রয়েছে। বিজেপি অবশ্য প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version