West Bengal News : রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে তুমুল অশান্তি হাওড়ায়। হাওড়া শিবপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর উঠে আসছে। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় এলাকায় চলছে পুলিশের রুট মার্চ।

হাওড়ার শিবপুরে রাম নবমীর শোভাযাত্রা শুরু হওয়ার পর থেকেই অশান্তি ছড়াতে শুরু করে বলে অভিযোগ। শিবপুর থানার অন্তর্গত অলোকা পি এম বস্তি, সন্ধ্যা বাজার, জিটি রোডের কাছে একাধিক জায়গায় অশান্তি ছড়াতে শুরু করে বিকেলের পর থেকেই। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ।

Ram Navami 2023 : রাম নবমীর শোভাযাত্রায় DJ-র তাণ্ডবের অভিযোগ, মানতে নারাজ উদ্যোক্তারা
শিবপুরের কাছে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। মুহুর্তের মধ্যে এলাকায় টহল দিতে শুরু করে পুলিশ বাহিনী ও পুলিশের কমব্যাট ফোর্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ শুরু করে পুলিশ। নির্দিষ্ট রুটের বাইরে গিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয় বলেও জানা গিয়েছে পুলিশ সূত্রে।

জানা গিয়েছে, হাওড়ার কাজিপাড়া থেকে রাম নবমীর মিছিল যাওয়ার সময় তুমুল অশান্তি বাধে। আশেপাশের এলাকায় বেশ কিছু দোকানপাট ভাঙচুর চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অশান্তির পরেই রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়।

Ram Navami 2023 : রাতের অন্ধকারে রামনবমীর পতাকা-ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ! তুমুল উত্তেজনা আরামবাগে
একাধিক জায়গায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অশান্তিতে অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি শুরু করেছে বলেও জানা গিয়েছে। বিষয়টি নিয়ে কলকাতায় ধর্মতলার ধরনা মঞ্চ থেকে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, রাম নবমীর মিছিল আটকাব না। আপনারা যান, শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকেও বলেছি। পুলিশকে ডায়রেক্ট নির্দেশ দেওয়া ছিল, একদিকে যেমন অন্নপূর্ণা চলছে, অন্যদিকে মুসলিমদের রমজান মাসের রোজা চলছে।

Ram Navami 2023 : রামনবমীর মিছিলে তৃণমূল-বিজেপির হাতে হাত! কেষ্টহীন বীরভূমে অবাক করা দৃশ্য
বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি ‘রাফ এন্ড টাফ’ নীতি নিয়ে চলবেন বলে জানান তিনি। তাঁকে বলতে শোনা যায়, “তলোয়ার, বুলডোজার নিয়ে মিছিল করার অধিকার কে দিয়েছে? ওরা বুলডোজার ব্যবহার করেছে। জবাব তোমায় দেব। তোমার রুট পরিবর্তন করলে কেন? তুমি আন-অথোরাইজড রুটে গিয়েছ।” এরপরেই পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version