West Bengal News : মুর্শিদাবাদে অস্ত্র কারখানার হশিশ মিলল পুলিশের। কারখানায় হানা দিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম। কারখানা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। ধৃত ব্যক্তির নাম মুর্শেদ শেখ। জেলার বিভিন্ন জায়গায় এখনকার তৈরি অস্ত্র সরবরাহ করা হতো বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র তৈরি কারখানার হদিশ মেলায় জেলা পুলিশের বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

Murshidabad News : হেরোইন নিয়ে বাসে চেপে পাচারের চেষ্টা! ঘটনায় অভিযুক্ত তরুণী
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার মারগ্রাম কালিদহ সেতুর কাছে এক মোটর বাইক আরোহীর কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে মারগ্রাম থানার পুলিশ। সঙ্গে সঙ্গে গ্রেফতারও করা হয় ওই ব্যক্তিকে। তাকে আদালতে পেশ করে সাত দিনের হেফাজতে নেয় পুলিশ। তারপর থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাকে জিজ্ঞাসাবাদ করেই মুর্শিদাবাদের ভরতপুরের অস্ত্র কারখানার হদিশ পায় পুলিশ।

Murshidabad Murder : গর্ভবতী স্ত্রীকে ছুরি মেরে খুন! পুননির্মাণের সময় পুলিশের সামনে আত্মহত্যার চেষ্টা কসাইয়ের
এরপর মারগ্রাম থানার পুলিশ যোগাযোগ করে মুর্শিদাবাদের ভরতপুর থানা পুলিশের সঙ্গে। তারপরেই শনিবার গভীর রাতে মারগ্রাম থানার পুলিশ ওসি জাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় ভরতপুর থানার শুনিয়া গ্রামে। সেখানেই স্থানীয় বাসিন্দা মুর্শেদ শেখের বাড়ির শৌচাগার সংলগ্ন একটি গোপন ঘর থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

Recruitment Scam : শিক্ষক দুর্নীতির মাঝেই ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিক্যালে হাজির চাকরিপ্রার্থী! তারপর…
পুলিশ সূত্রে আরও জানা যায়, বাড়ির শৌচালয় লাগোয়া ওই ঘরটিতেই তৈরি হতো আগ্নেয়াস্ত্র। এরপর মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো সেই আগ্নেয়াস্ত্রগুলি। বিভিন্ন অস্ত্র পাচারকারীর সঙ্গে ওই ব্যক্তির যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই ধৃত ব্যক্তি অস্ত্র তৈরির ব্যবসায় যুক্ত ছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

Nadia Bomb Recovery : নদিয়ায় বাঁশ বাগান থেকে ১০ টি বোমা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
এছাড়াও জানা গিয়েছে, ২০১৬ সালে জেলবন্দি থাকাকালীন বেশ কয়েকজন দুষ্কৃতীর সংস্পর্শে আছে ধৃত মুর্শেদ। পরে তাদের হাত ধরেই অস্ত্র কারবার শুরু করে মুর্শেদ। এখনও ওই দুষ্কৃতিরা মুর্শিদের বাড়ির গোপন কারখানায় এসে অস্ত্র তৈরি করত। তারপর সেখান থেকে অস্ত্র নিয়ে ছড়িয়ে পড়ত বিভিন্ন জেলার। মুর্শেদকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সেক্ষেত্রে বিভিন্ন অস্ত্র পাচারকারীর সন্ধান মিলবে বলেই ধারণা মুর্শিদাবাদ জেলা পুলিশের।

Birbhum TMC Conflict : গ্রাম দখলকে ঘিরে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নানুর, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
গত কয়েক মাসে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম অস্ত্র কারখানার হদিশ পুলিশের বড় সাফল্য বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version