Murshidabad News : নয়দিনের সিআইডি হেফাজত দেওয়া হল নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) পূরবী দে বিশ্বাসকে। সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। একইসঙ্গে সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ডিআই অফিসের প্রাক্তন ও বর্তমান দুই করণিকের বিরুদ্ধেও।

Recruitment Scam : নিয়োগ দুর্নীতি মামলায় বড় মোড়, CID-র হাতে গ্রেফতার তৃণমূল নেতা-প্রাক্তন ডিআই
রায় ঘোষণার পর শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে কান্নায় ভেঙে পড়েন নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির হাতে ধৃত অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) পূরবী দে বিশ্বাস। এদিন ধৃত তিনজনকেই সিআইডি হেফাজতের নির্দেশ দেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। তিনজনকে শুক্রবার গ্রেফতার করা হয়।

Recruitment Scam : হেডমাস্টারের কারসাজিতে ছেলের চাকরি! নিয়োগ দুর্নীতির পর্দাফাঁসে এবার ময়দানে CID
সুতির গোঠা এ আর হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ভার নিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে সিআইডি। আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারী সংস্থা। যদিও এখনও পর্যন্ত অধরা ভুয়ো শিক্ষক আশিস তিওয়ারির ছেলে অনিমেষ তিওয়ারি।

Jitendra Tiwari: CID তদন্তে স্থগিতাদেশ, কয়লা পাচার মামলায় হাইকোর্টে স্বস্তিতে জিতেন্দ্র তিওয়ারি
মূলত নথি জাল করে প্রধান শিক্ষকের ছেলেকে চাকরি দেওয়ার ঘটনায় মুর্শিদাবাদ জেলায় তিনজনকে গ্রেফতার করে রাজ্যের গোয়েন্দা সংস্থা। প্রথমে অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) পূরবী দে বিশ্বাসকে কলকাতায় সিআইডি দফতরে ডেকে পাঠানো হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে সিআইডি।

Calcutta High Court : চাকরির দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ পুলিশ কর্তার? CID তদন্তের নির্দেশ হাইকোর্টের
অন্যদিকে, গত শুক্রবার সন্ধ্যায় নিয়োগ দুর্নীতিতে জড়িত আরও পাঁচজনকে বহরমপুরে CID দফতরে ডাকা হয়। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে দুই জনকে। ধৃত দুইজন হলেন অঞ্জনা মজুমদার ও নিত্যগোপাল মাঝি। অঞ্জনা মজুমদার ডিআই অফিসের অবসরপ্রাপ্ত করণিক। হরিহাসমাটির অঞ্চল তৃণমূল সভাপতি নিত্যগোপাল মাঝি জেলা শিক্ষা দফতরের বর্তমান করণিক।

West Bengal Recruitment Scam : একই টেপ বাজাচ্ছেন! প্রশ্নের মুখে সিবিআই
উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদ জেলার সুতির গোঠা হাইস্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শুরু করেছে CID। এই মামলায় সুতির গোঠা হাই স্কুলের প্রধান শিক্ষক আশিস তিওয়ারিকে আগেই গ্রেফতার করেছিল CID। তবে ঘটনায় অভিযুক্ত তাঁর ছেলে অনিমেষ তিওয়ারি এখনও পলাতক। নথি জাল করে অনিমেষ তিওয়ারিকে নিজের স্কুলে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে আশিস তিওয়ারির বিরুদ্ধে।

ঘটনার তদন্তে নেমে সিআইডি আরও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের খোঁজ পায়। এরপরেই ঘটনায় নাম উঠে আসে অবসরপ্রাপ্ত বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক) পূরবী দে বিশ্বাস সহ আরও কয়েকজনের। সিআইডি হেফাজতে নেওয়ার পর তদন্তের অগ্রগতিতে আরও সাহায্য হবে বলে রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version