ই.গোপি: ‘ভোটের দিন আসবি, রামধোলাই ধুইয়ে দেব।’ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনে গিয়ে বিরোধীদের এমন নিদান দেওয়ারই অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা সবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তরুণ মিশ্রের বিরুদ্ধে। এই ঘটনায় বিতর্ক ছড়িয়েছে। বিরোধীদের রামধোলাই দেওয়ার পরামর্শ দেন তিনি। অভিযোগ এমনই। ইতিমধ্যেই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গিয়েছে। 

সোমবার বিকেলে সবং ব্লকের ১০ নম্বর ভেমুয়া অঞ্চলের উত্তর চণ্ডী মন্দির বুথ এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বিরোধীদের রামধোলাই দেওয়ার নিদান দেন তরুণ মিশ্র। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের মাকে দু’মুঠো ভাত দেয় না। কিন্তু ফেসবুকে পোস্ট করে বড় নেতা, বড় সমাজসেবী, বড় রাজনীতিবিদ। এই ফোনটিতে কথোপকথন আছে। কমরেড নারায়ণ দাসের সঙ্গে কথোপকথন হচ্ছে। বলছেন বিধানসভায় ভোটে আপনি আমাকে দেখে দেন, কাকু আমি যদি বেঁচে থাকি। রাজনীতিতে যদি থাকি আমি আপনাকে পঞ্চায়েতের দিকে দেখে দেব। যেন তোর বাপের পাট্টা, সবাই যেন মনে হচ্ছে তোর বাবার চাকর। এত সোজা না, আমি বলে যাচ্ছি কান খুলে শুনে রাখুন এখনও যারা বিরোধিতা করে। এখানে কে তারা না কারা আছে,আসবি ভোটের দিন রামধোলাই ধুইয়ে দেব।’ 

আরও বলেন, ‘সারা বছর পানীয় জল দেব আমরা। রাস্তা করব আমরা। আর এখানে এসে দাদাগিরি করবেন, মগের মুল্লুক হচ্ছে নাকি এটা।’ এদিকে হুমকির মুখে চুপ করে থাকেনি বিজেপিও। গেরুয়া শিবিরের পালটা তোপ, এ ব্যাপারে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ-সভাপতি অমূল্য মাইতি বলেন,’ওই এলাকায় তৃণমূলের অত্যাচারে মানুষ ওদেরকে চায় না। ওরা জানে পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে হলে কোনও বুথেই জিততে পারবে না। এই জন্যই এখন থেকে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। এবারের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় রক্তপাত ঘটিয়ে গায়ের জোরে সমস্ত বুথ দখল করার চক্রান্ত করছে তৃণমূল।’

আরও পড়ুন, Recruitment scam: চাকরি দুর্নীতি নিয়ে বিস্ফোরক পিএসি চেয়ারম্যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version