Malda News : পঞ্চায়েত নির্বাচনে আগে রাজনৈতিক উত্তেজনা মালদা জেলার কালিয়াচক ১নং ব্লকের নওদা যদুপুরে। কংগ্রেসে যোগ দেওয়া কর্মীদের প্রকাশ্যে মারধর করার অভিযোগ। সিসিটিভি ফুটেজ নিয়ে জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেন কালিয়াচক থানাতে। অভিযোগের তির নওদা যদুপুরের অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বকুল শেখের দিকে। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

BJP Leader Joins TMC : ২১-এ দল ছেড়ে শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান, ফের তৃণমূলে প্রত্যাবর্তন সৌমিত্রর
চলতি মাসের ২ তারিখ তৃণমূলের বেশ কয়েকজন কৌস্তভ বাগচির হাত ধরে কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের এক সময়ের অঞ্চল সভাপতি বর্তমানে চেয়ারম্যান আব্দুল রকিব সহ শতাধিক কর্মী। এরপর ৪ এপ্রিল একই মঞ্চে একই জায়গায় তৃণমুল কংগ্রেস পাল্টা সভা করেন। সেই সভায় তৃণমূলের জেলা সভাপতি কৌস্তভ বাগচিকে ব্যাক্তিগত আক্রমণ করেন।

Malda TMC : ‘ভয় দেখালে চোখ উপড়ে নেব’, হুমকি তৃণমূল বিধায়কের
কংগ্রেস ইশা খান চৌধুরী বলেন, জেলার বিভিন্ন জায়গা থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান পর্ব চলছে। আর এরই মধ্যে তৃণমূল ব্লক সভাপতি বকুল শেখ ভয় দেখাচ্ছে। কর্মীদের মারধর করছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। আমরা চাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

TMC Leader : অনুদানের অর্থ আত্মসাৎ- চাকরির নামে প্রতারণা! একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে পোস্টার নামখানায়
অন্যদিকে, দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, চুরি দুর্নীতির ফলে মানুষ বিরক্ত হয়ে বিভিন্ন দলে যোগদান করছে। এটা তৃণমূল সঠিকভাবে নিতে পারছে না। কোথাও পুলিশ দিয়ে আবার কোথাও বিভিন্ন উপায়ে হামলা চালাচ্ছে। তাঁর কথায়, আসলে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে। তাই একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। মানুষ যাতে কোনভাবে বিরোধী দল করে না যেতে পারে।

Dakshin 24 Pargana : BJP-র কার্যালয়ে ISF-র জনসভা! দায় এড়াচ্ছে দুই পক্ষই, তুমুল কটাক্ষ তৃণমূলের
পালটা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, ভারতবর্ষের যে সরকার চলছে তা কোনটা সাংবিধানিক, কোনটা অসংবিনিক তা আমার জানা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন মানুষের জন্য কাজ করছে আর তাঁকে ‘চোর চোর’ বলা হচ্ছে। এটা সংবিধানিক কিনা তা আপনারা বলবেন। যারা চোর বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পে সুবিধা নিচ্ছেন কীভাবে ? প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।

TMC BJP Clash : BJP বুথ সভাপতিকে মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ! বাঁকুড়ায় অভিযুক্ত তৃণমূল
তবে কংগ্রেস কর্মীদের মারধর করা প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেস কর্মী কি মালদা জেলায় আছে ? যে তাঁদের মারধর করতে হবে। হাতেগোনা কয়েকটি মানুষ ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সমস্ত মানুষ তো তৃণমূলের মানুষ।” তবে গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কলিয়াচক থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version