West Bengal News : পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তার কাজের শিল্যান্যাস হতেই বিতর্ক শুরু হল কালচিনিতে (Kalchini)। এলাকায় রাস্তা নির্মাণ নিয়ে ক্ষোভ প্ৰকাশ করলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরোজিৎ পল্লীর বাসিন্দারা। জানা গিয়েছে, সম্প্রতি এই প্রকল্পের অধীনে সরোজিৎপল্লী থেকে রবীন্দ্রনগর পর্যন্ত ১১০০ মিটার নতুন রাস্তা তৈরির শিল্যান্যাস হয়।

কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, “পাঁচ বছর আগে পিচ দিয়ে ওই রাস্তা তৈরি হয়েছিল। আর সেই রাস্তা তৈরির পর ছ’মাসও টেকেনি। সেই কারণে এত বছর পর যাও বা রাস্তা হচ্ছে, তাও পিচের নয় কংক্রিটের। তাহলে সে রাস্তা যে টিকবে তার কী নিশ্চয়তা রয়েছে”?

Pradhan Mantri Gram Sadak Yojana : ১ মাস না যেতেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তায় ফাটল! ক্ষোভ স্থানীয়দের
এই প্রশ্ন তুলেই বিক্ষোভ শুরু করলেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এক বাসিন্দার দাবি, “যদি প্রশাসনের কর্তারা রাস্তা দীর্ঘ মেয়াদি হবে বলে কাগজে লিখে আশ্বাস দেন, তাহলেই স্থানীয় গ্রামবাসীরা ওই নতুন রাস্তা তৈরির কাজ শুরু করতে দেবেন”। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকা রাস্তা না থাকায় অনেক অসুবিধার মধ্য দিয়ে যাতায়াত করতে হয় এলাকার বাসিন্দাদের।

প্রায়ই ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কোনও না কোনও দুর্ঘটনা ঘটে। এই বিষয়ে এলাকার বাসিন্দা রাহুল লামা জানান, “প্রশাসন ওই রাস্তাটি আবার তৈরি করার উদ্যোগ নিয়েছে, তা খুবই ভালো উদ্যোগ। তবে যে রাস্তা তৈরি করার এক দু-সপ্তাহের মধ্যেই ভেঙে যাবে, এমন রাস্তা বানিয়ে কী লাভ! এর আগেও ওই রাস্তা পিচ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু সে রাস্তা বর্তমানে আর নেই। পিচের আস্তরণ উঠে গিয়ে, এখনও শুধুই বালি আর পাথর। এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত সুগম হওয়ার পরিবর্তে, আরও কষ্টদায়ক হয়ে গিয়েছে। এই বিষয়ে আমরা ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনকেও অবেদন করব। প্রশাসন সুনির্দিষ্ট যুক্তিসম্মত আশ্বাস না দেওয়া পর্যন্ত, আমরা ওই রাস্তা তৈরির কাজ শুরু করতে দেব না।”

Pathashree Prakalpa : পথশ্রী প্রকল্পের আওতায় নাম আসেনি দীর্ঘদিনের বেহাল রাস্তার, বিক্ষোভ বালুরঘাটে
এই নিয়ে শাসকদলের নেতাদের কটাক্ষ করেন BJP নেতা অলোক মিত্র। তিনি বলেন, “সরকারের মানুষের জন্য কাজ করার সদিচ্ছা নেই। তৃণমূল নেতারা যাতে কাটমানি খেতে পারে তাই ভোটের আগে এই ধরনের প্রকল্পের শিল্যান্যাস করা হল। এলাকার মানুষ সমস্ত বিষয় বুঝে গিয়েছে। তাই তারা এই রাস্তা তৈরীর কাজে বাধা দিচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে ভোট বাক্সের মাধ্যমে এলাকার মানুষ শাসক দলকে জবাব দেবে।”

এই নিয়ে পালটা BJP-কে কটাক্ষ করে তৃণমূলের (Trinamool Congress) লতাবাড়ি অঞ্চল সভাপতি পরিমল সরকার বলেন, “মানুষের সুবিধার জন্যই সেই রাস্তা তৈরি হচ্ছে, এই নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে BJP।”

Didir Doot : দীর্ঘদিন সংস্কার হয়নি রাস্তা, ‘দিদির দূত’ কর্মসূচিতে বিধায়ককে ঘিরে ক্ষোভ গ্রামবাসীদের
অন্যদিকে, এই বিষয়ে কালচিনির BDO প্রশান্ত বর্মন বলেন, “সবকিছু বুঝেই সেখানে কংক্রিটের রাস্তা তৈরি করা হচ্ছে। ইঞ্জিনিয়াররা সমীক্ষা করে সিদ্ধান্ত নেন, কোন এলাকায় কোন রাস্তা হলে দীর্ঘ মেয়াদী হবে। সেই সমীক্ষা অনুযায়ী ব্লকের সমস্ত এলাকার নতুন রাস্তা তৈরি করা হচ্ছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version