রাজ্যবাসীর কাছে যাতে সঠিক সময়ে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছয় সেই কারণে দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে রাজ্য। এবার এই সরকারি উদ্যোগের পরিষেবা যাতে সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে যায় সেজন্য সাইকেলে করে গ্রামবাসীদের ঘরে ঘরে পৌঁছে গেলেন কুলতুলির বিডিও বীরেন্দ্র অধিকারী ৷

সুন্দরবনের প্রত্যন্ত এলাকা যেখানে গাড়ি পৌঁছয় না, মানুষের দুয়ারে পৌঁছনোর উপায় সাইকেলে করে সেখানে পৌঁছলে তিনি। এদিন সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে ধারণা দেন তিনি। পাশাপাশি যাঁরা এখনও বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাননি তাঁদের হাতে তিনি নিজেই ফর্ম তুলে দেন।

Duare Sarkar : ফর্ম ফিলাপ করছেন খোদ মন্ত্রী! দুয়ারে সরকার ক্যাম্পে বিরল ছবি
প্রয়োজনীয় নথি সহ সেই ফর্ম জমা করার বিষয়েও বিস্তারিত তথ্য দিয়েছেন তিনি। কুলতুলি ব্লকের দেউলবাড়ি দেবীপুর গ্রামের দেউলবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকাটি সাইকেলে করে ঘুরেছেন তিনি। সেই এলাকার অধিকাংশ মানুষ নদী থেকে মাছ ও কাঁকড়া সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। এদিকে অপর একটি সমস্যা নিয়ে ভোগান্তি পোহাতে হয় গ্রামের বাসিন্দাদের। জঙ্গলে মধু সংগ্রহের সময় বাঘের হামলা। এই ঘটনায় অনেকে তাঁদের আপনজনদের হারিয়েছেন।

Duare Sarkar : বয়সের ভারে ন্যুব্জ, ১০ বছর প্রতীক্ষার পর বিডিও-র চেষ্টায় ‘বিধবা ভাতা’ পেয়ে খুশি বৃদ্ধা
সেই সমস্ত পরিবারের সঙ্গে গিয়েও কথা বলেন বীরেন্দ্র অধিকারী। উল্লেখ্য, সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা মোয়াজ্জাম মোল্লা স্বামীর মৃত্যুর পরও বিধবা ভাতা পাচ্ছিলেন না। তিনি অভিযোগের বিষয়টি সামনে রাখার পর তাঁর হাতে ফর্ম তুলে দেন বিডিও। পাশাপাশি যাবতীয় নথি প্রসঙ্গেও বিস্তারিত তথ্য দেওয়া হয় ওই প্রবীণাকে। স্বাভাবিকভাবেই খুশি তিনি।

স্থানীয় বাসিন্দা বিষ্ণুপদ বিশ্বাস বলেন, “দেখলাম বিডিও স্যার এসেছেন। যে সমস্ত বাসিন্দাদের পরিবারের সদস্যরা জঙ্গলে গিয়ে আক্রান্ত হয়েছেন সেই সমস্ত পরিবারের কাছে তিনি যাচ্ছেন। তাঁদের সঙ্গে গিয়ে কথা বলছেন। তাঁরা বিধবাভাতা, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখছেন তিনি। যদি কেউ না পান সেক্ষেত্রে তাঁদের হাতে ফর্ম তুলে দিচ্ছেন তিনি।”

Duare Sarkar : দুয়ারে সরকারে আবেদন পূরণে এগিয়ে এলেন পুরপ্রধান, আপ্লুত গ্রামবাসীরা
উল্লেখ্য, যাতে সমস্ত শ্রেণির মানুষের কাছে সরকারি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা পৌঁছে যায় সেজন্য ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চলছে জেলায় জেলায়। এই ক্যাম্পগুলিতে গিয়ে স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য করা যেতে পারে আবেদন।
১ এপ্রিল থেকে রাজ্যে ষষ্ঠ দফায় দুয়ারে শিবির ক্যাম্প শুরু হচ্ছে। প্রথম সপ্তাহের দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে পাওয়া গিয়েছিল ব্যাপক সাফল্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version