West Bengal News : ফের বিয়ের দাবিতে ধরনায় বসল এক যুবক। তবে এই ধরনা নিজের প্রেমিকাকে পাওয়া বা বিয়ে করার জন্য নয়। এই ধরনা শুরু হল প্রেমিককে বিয়ে করার জন্য! জলপাইগুড়ি জেলায় এক যুবক আর এক যুবককে ভালোবাসার গল্প প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যুবকের দাবি, “ভালোবেসেছি, তাই বিয়েও করব”। এই দাবি তুলে মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ভোটপাড়ার খলইগ্রাম লাগোয়া এলাকায় এক যুবকের বাড়ির বাইরে বিয়ের দাবিতে ধরনায় বসল অপর এক যুবক। ‌

Jalpaiguri News : প্রিজন ভ্যান থেকে পলাতক
আর এমন ঘটনা শোনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুবকের বিয়ের দাবিতে ধরনা দেওয়ার খবরে ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার পুলিশ। শেষ পর্যন্ত ধুপগুড়ি থানার পুলিশ ধরনা দেওয়া ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। সূত্র মারফত জানা গিয়েছে, একজন যুবকের বাড়ি ধূপগুড়ির খলইগ্রাম স্টেশন সংলগ্ন ভোটপাড়া এলাকায়।

Jalpaiguri Ambulance : নাম জড়িয়েছিল জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে! শববাহী টোটো বানিয়ে তাক লাগালেন সেই যুবক
অপর যুবকের বাড়ি মোরঙ্গা চৌপথি সংলগ্ন এলাকায়। ধরনা দেওয়া যুবক হাসিনুর ইসলামের দাবি, তিন চার বছর আগে একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। এমনকি তার কাছে প্রেমের প্রমাণও রয়েছে বলে দাবি করেছে সে।

West Bengal News: অতিরিক্ত জেলাশাসককে প্রাণের মারার হুমকির পর এবার অফিসের মধ্যে গুলি!
এই বিষয়ে হাসিনুর জানায়, “আমরা একসঙ্গে কাজ করতাম। সেই সময়েই আমরা একে অপরের ভালবাসায় জড়িয়ে পড়ি। আমরা দুজনেই সমপ্রেমী”। অন্যদিকে একজন ছেলের বাড়িতে অপর ছেলের ধরনা দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায়। অনেকে মোবাইল বের করে ভিডিয়ো করতে শুরু করেন।

Jalpaiguri Crime : ঝগড়ার মাঝেই বোনের গায়ে এলোপাথাড়ি ছুরি চালাল দাদা, মর্মান্তিক ঘটনা জলপাইগুড়িতে
শেষে পুলিশ ওই যুবককে তুলে নিয়ে যাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে যে বাড়ির সামনে ধরনা দেওয়া হচ্ছিল, সেই বাড়ির যুবক এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমরা খবর পাই যে আমাদের পাড়াতে এক যুবক আরেক যুবককে বিয়ে করার দাবিতে ধরনা দিতে শুরু করেছে।

তাই সেটা দেখতে ছুটে আসি। কারন এর আগে টিভিতে বা খবরের কাগজে প্রেমিকের বাড়ির সামনে প্রেমিকাকে, বা প্রেমিকার বাড়ির সামনে প্রেমিককে ধরনা বা বিক্ষোভ দেখাতে দেখেছি। সেসব ক্ষেত্রে জড়িয়ে ছিল একটি মেয়ে ও একটি ছেলে। কিন্তু দুটি ছেলের মধ্যে সম্পর্ক রয়েছে, তাই কি ব্যাপার, তা দেখার লোভ সামলাতে পারিনি। যে বাড়ির সামনে ধরনা দেওয়া হচ্ছিল, সেই বাড়ির ছেলেটিকে আমরা চিনলেও, ধরনা দেওয়া ছেলেটিকে আমরা চিনি না। এটাও জানতাম না যে ওই বাড়ির ছেলেটি সমপ্রেমী”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version