কী ভাবে ঘটল দুর্ঘটনা?
জানা গিয়েছে, বুধবার সকালে থেকেই পার্ক স্ট্রিটের ওই বহুতলের লিফটের মেরামতির কাজ চলছিল। সেই সময় আচমকাই লিফটের তার ছিঁড়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত লিফটম্যান রহিম খান গোটা বিষয়টির তদারকি করছিলেন। লিফট ছিঁড়ে তাঁর মাথায় পড়ে এবং তিনি নীচে চাপা পড়ে যান। গুরুতর আহত হন রহিম খান।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় হেস্টিংস থানার পুলিশ। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। পার্ক স্ট্রিটের ওই বহুতলের ভেঙে পড়া লিফট সরিয়ে চাপা পড়া রহিম খানকে উদ্ধার করা হয়। উদ্ধারকার্যে হাত লাগায় দমকলও। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় লিফটের একেবারে নীচে থেকে যুবককে বের করে আনা সম্ভব হয়। যদিও এরপর তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিটের ওই বহুতলে মোট চারটি লিফট রয়েছে। এর আগেও একাধিবার লিফট নিয়ে সমস্যা দেখা গিয়েছে। তৃতীয় লিফটটি প্রায়শই চার তলা থেকে এক তলায় নেমে যাচ্ছিল। ফলে মেরামতির জন্য বুধবার সকাল থেকে কাজ শুরু হয়। আর সে সময়ই ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা।
রিফ্রেশ করতে থাকুন …