West Bengal News : দীর্ঘদিন ধরে চলছে রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ। আর তাও চলছে অত্যন্ত ধীর গতিতে। যার জেরে চরম সমস্যার পড়ছেন গাড়ির চালক থেকে শুরু করে পথে বেরোনো সাধারণ মানুষ। এই কারণে যানজট লেগেই আছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে। সকাল থেকেই তীব্র যানজট। সারি দিয়ে দাঁড়িয়ে থাকছে পণ্যবাহী ট্রাক থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস।

Bus Fire Accident : মাঝরাতে চলন্ত বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই যাত্রীদের সমস্ত জিনিস
চরম সমস্যায় পড়ছেন বাসযাত্রীরা। বেশ কয়েক মাস ধরে এই নিত্য যানজটের শিকার পথ চলতি মানুষ জন। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ধীর গতিতে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের কাজ চলছে। তার ওপরে আজ বুধবার হাট বারের জন্য দাসপুরের টালিভাটে রাজ্য সড়কের ধারে বসেছে হাট। আর তার জন্যই লেগেছে তীব্র যানজট। জানা গিয়েছে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু বাস যাতায়াত করে। দাসপুর থানার পুলিশ যানজট, কাটাতে তৎপর হলেও কাজের কাজ কিছুই হয়নি।

National Highway : জাতীয় সড়কে জমির জট ছাড়াতে বাংলায় কেন্দ্রের পরামর্শদাতা
এই বিষয়ে এক সরকারি বাসের চালক বিরক্তি প্রকাশ করে বলেন, “এই সমস্যা শুধু আজকের না, নিত্যদিনের। প্রতিদিনই যানজট লাগছে, এই গরমের মধ্যে বাস নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়, আর নাহলে অত্যন্ত ধীর গতিতে বাস চালাতে হচ্ছে। এতে যেমন সময় অনেক লাগছে, তেমনি জ্বালানির সমস্যাও হচ্ছে।

Kolkata Traffic Police : কড়া কলকাতা পুলিশ! বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড সরনোর নির্দেশ
এই রাস্তা সম্প্রসারণের কাজ আজ থেকে না, বেশ কয়েকমাস ধরে শুরু হয়েছে। কবে যে সম্পূর্ণ হবে কেউ জানে না”। এই রাস্তার ওপর দিয়েই সরকারি বাসে মাঝে মধ্যেই কলকাতা যাতায়াত করেন যাত্রীরা। এরকমই এক যাত্রী জানান, “আমাকে ব্যবসার কাজে প্রায়ই কলকাতা যাতায়াত করতে হয়। বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূর বলে সরকারি বাসে যাতায়াতটাই পছন্দ করি।

Traffic Update Today : চাঁদিফাটা রোদে পোহাতে হবে যানজট? জেনে নিন শহরের ট্রাফিক আপডেট
কিন্তু বিগত কয়েকমাস ধরে কলকাতা পৌছতে প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এতে আমার কাজেরও ক্ষতি হচ্ছে। প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। কিন্তু সেখান থেকে জানানো হয়েছে, রাস্তা সম্প্রসারণ হতে সময় লাগবে। এবার মনে হচ্ছে ট্রেনেই যাতায়াত করতে হবে”। একই কথা পণ্যবাহী গাড়ির চালকদেরও।

Hooghly River : এবার মেগা প্রকল্প হুগলি নদীর জলপথের পরিকাঠামো উন্নয়নে
অনেক পণ্যবাহী গাড়িই ভিন রাজ্য থেকে আসে, আর এই রাস্তা ধরেই কলকাতা অভিমুখে যায়। এপ্রিল মাসের এই তীব্র দাবদাহে এই রাজ্য সড়ক নিয়ে তাঁদের চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এর ফলে তাঁদের যেমন পণ্য আনা নেওয়া করতে অনেক সমস্যা হচ্ছে, তেমনি অনেকদিন পরে বাড়ি ফিরতেও দেরি হচ্ছে, এমনতাই জানাচ্ছেন পণ্যবাহী গাড়ির চালকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version