লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানা গিয়েছে, এদিন শহরে বিশেষ বড় ধরনের কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সেই কারণে এদিন যানযট হওয়ার সম্ভাবনা কম। ট্রাফিক কন্ট্রোলের তরফে জানানো হয়েছে শিয়ালদা এলাকায় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-র একটি মিছিল রয়েছে। বিকেল সাড়ে চারটে নাগাদ শিয়ালদা ফ্লাইওভার ধরে মিছিল যাবে। সেই সময় মৌলালি, এসএন ব্যানার্জি রোড এলাকায় ট্রাফিকের গতি খানিক শ্লথ হতে পারে।
ডিসিপি ট্রাফিকের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে যানবাহন চলাচলে খানিক সমস্যা হতে পারে। তবে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, সেই সমস্যা এখন মিটে গিয়েছে। দ্বিতীয় হুগলি সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক।
অন্যদিকে যাত্রীদের সুরক্ষা স্বার্থে বেসরকারি বাস নিয়ে সম্প্রতি এক কড়া পদক্ষেপ করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে কোনও বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড লাগানো যাবে না।
যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কলকাতা পুলিশের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। জানা গিয়েছে শ্যামবাজার ও বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের পুলিশ এই নির্দেশিকা নিয়ে কঠোর পদক্ষেপ করতে শুরু করেছে। যেসব বেসরকারি বাসের উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড রয়েছে তাদের ৫০০ থেকে ১০০০ টাকা অবধি জরিমানা করা হচ্ছে। এমনকী মোটর ভেহিকলস আইনের ১২৫ ধারায় মামলা করা হচ্ছে।
কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, উইন্ডস্ক্রিনে রুট লেখা বোর্ড থাকলে অনেক সময় চালকের সামনের দৃশ্য দেখতে সমস্যা হয়। সেই কারণে দুর্ঘটনা ঘটার সমস্যা থাকে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
কলকাতার তাপমাত্রা ক্রমেই বাড়ছে। রাস্তা বেরোলে তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ শহরবাসীর। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। সেই কারণে দীর্ঘক্ষণ ট্রাফিকে ফেঁসে থাকলে কষ্ট বাড়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, বাইরে বেরলো অবশ্য সঙ্গে যেন ছাতা, টুপি ও রোদ চশমা থাকে।