এবার জেলা কমিটি থেকেও বাদ দেওয়া হল প্রদীপ্তাকে। সূত্রের খবর অনুযায়ী, এই ঘটনায় পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ না নিলেও দলীয় নেতৃত্ব যে প্রদীপ্তাকে এমনিই ছেড়ে দিতে রাজি নন, তা স্পষ্ট। জানা যাচ্ছে, তাঁকে কোর কমিটিতেও জায়গা দেওয়া হয়নি, এমনকি সাধারণ সদস্যও করা হয়নি। এছাড়াও কেড়ে নেওয়া হতে পারে বালুরঘাট পুরসভায় তাঁর ভাইস চেয়ারম্যান পদটিও। বুধবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের মূল সংগঠন সহ তিনটি শাখা সংগঠনের নতুন জেলা কমিটি ঘোষণা করা হল।
পাশাপাশি আটজনের জেলা কোর কমিটি গঠন করা হল। যেখানে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকেও রাখা হয়েছে। বুধবার দুপুরে বালুরঘাট শহরের সুবর্ণতটে সাংবাদিক বৈঠক করে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। জেলা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি শ্রমিক সংগঠন INTTUC, মহিলা তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা হল। বুধবার বালুরঘাট পুরসভার সুবর্ণ তটে একটি সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার এই কথা জানান।
এদিন সংগঠনের পক্ষ থেকে জানা যায়, রাজ্য নেতৃত্বদের নির্দেশে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এই দিন দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি সহ আরও তিনটি শাখা সংগঠনের পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। এদিন মৃণাল সরকারের পাশাপাশি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন যুব সভাপতি অম্বরিশ সরকার, মহিলা সভাপতি স্নেহলতা হেমব্রম ও শ্রমিক সংগঠন INTTUC জেলা সভাপতি নামিজুর রহমান সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিটি ব্লক ভিত্তিক কোর কমিটি গঠন করা হয়েছিল। সেই কোর কমিটি সামনে আসতেই বিতর্ক ছড়িয়েছিল দলের অন্দরেই। মূলত বিপ্লবপন্থীরা এনিয়ে সরব হয়েছিলে। সোশাল মিডিয়ায় এই নিয়ে প্রতিবাদও জানিয়েছিলেন। যদিও সাংবাদিক বৈঠকে মৃণাল সরকার সেগুলিকে পুরনো ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন।
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃনাল সরকার বলেন, “কিছু ভুল বোঝাবুঝি ছিল। এখন সব মিটে গিয়েছে। আজ আমরা আমাদের তিনটি সংগঠনের জেলা কমিটি নতুন করে ঘোষণা করলাম। সেই সঙ্গে মূল সংগঠনেরও। এত বড় দল, কারোর মধ্যে মৃদু ক্ষোভ অভিমান থাকতেই পারে।
কিন্তু সেসবই আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা একটি পরিবার হিসেবে লড়াই করব। আর যেভাবে আমাদের প্রস্তুতি চলছে, তাতে আমরা এবারের পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয় লাভ করব। জেলার বেশিরভাগ আসনে তৃণমূল জয় পাবে”।