Murshidabad TMC : জেলা সভাপতি বাম-কংগ্রেসের দালাল! বিস্ফোরক তৃণমূল বিধায়ক – tmc mla emani biswas attacks kholilur rahman


West Bengal News : তৃণমূল সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে বিতর্কে জড়ালেন সুতির তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস। এভাবেই প্রকাশ্যে নিয়ে এলেন দলের অনৈক্য এবং ফাটল। সভাপতি খলিলুর রহমান, চেয়ারম্যান কানাই মণ্ডলকে সাংবাদিক বৈঠক ডেকে কার্যত কংগ্রেস CPIM-র দালাল বলে কড়া ভাষায় নিন্দা করলেন বিধায়ক ইমানি বিশ্বাস।

Trinamool Congress: তৃণমূলের নতুন কমিটি ঘোষণার দিনেই গোষ্ঠীকোন্দল, চেয়ার ছাড়লেন জেলা সভাপতি
তীব্র আক্রমণ করে ইমানি বিশ্বাস বলেন, “খলিলুর রহমান কংগ্রেস -CPIM-র দালালি করছেন। সাগরদিঘির উপনির্বাচনের দায় খলিলুর রহমানের। তাঁর জন্যই সাগরদিঘিতে দলের পরাজয় ঘটেছে। এমনকী বিধানসভা নির্বাচনে নিজের ভাইকে কংগ্রেসের প্রার্থী করে তৃণমূল প্রার্থীকে হারানোরও চেষ্টা করেছেন। আমরা সব জানি। এর বিরুদ্ধে প্রয়োজনে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করব”। যদিও খলিলুর রহমান বলেন এর পরিপ্রেক্ষিতে বলেন, “এটা ভিত্তিহীন অভিযোগ। দলের রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নিয়েছেন, আমি সেই তালিকাই প্রকাশ করেছি”।

Dakshin Dinajpur TMC : জেলা কমিটি থেকেও ‘নির্বাসিত’ দণ্ডিকাণ্ডে অপসারিত প্রদীপ্তা!
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা কমিটি ঘোষণা করছিলেন সভাপতি খলিলুর রহমান। সেখানে হাজির ছিলেন ইমানি বিশ্বাসও। কিছুক্ষন পরেই তিনি ওই বৈঠক ছেড়ে হঠাৎ বেরিয়ে যান। তাঁর পিছন পিছন বৈঠক ছেড়ে বেরিয়ে যান সুতির দুই ব্লক সভাপতিও।

Trinamool Congress : পঞ্চায়েতে পাখির চোখ পূর্ব মেদিনীপুর, শুভেন্দু গড়ে নতুন জেলা কমিটি ঘোষণা তৃণমূলের
সূত্রের খবর, তালিকায় কয়েকজনের নাম মানতে না পেরেই বৈঠক ছেড়ে যান তিনি। এই বিষয়ে ইমানি বলেন, “আমাদের কাছে কোনও নাম না নিয়ে উনি নিজের ইচ্ছে মতো কংগ্রেস, CPIM ও BJP-র কিছু দালালকে এই জেলা কমিটিতে স্থান দিয়েছেন। এরা সুতিতে নির্দল প্রার্থীকে মদত দিয়েছিলেন”।

Cooch Behar TMC : তৃণমূলের কমিটিতে গুরুত্ব পেলেন উদয়ন-রবীন্দ্রনাথ তনয়রা, ‘পরিবারতন্ত্র’ নিয়ে খোঁচা BJP-র
এদিকে খলিলুর বলেন, “আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। তালিকায় থাকা ৯০ ভাগ নেতাই ইমানি বিশ্বাসের অনুগামী। তাঁর ছেলেও রয়েছে কমিটিতে। তাতেও ওনার মন ভরছে না। ওঁদের মতো ভাষায় কাউকে আক্রমণ আমি করতে চাই না”। এদিকে,পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদে প্রবল অস্বস্তিতে রয়েছে রাজ্যের শাসকদল। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ঐক্যের বার্তা দিয়েছেন কার্যত তার বিপরীতে স্রোত বইতে শুরু করেছে।

TMC Conflict : রায়গঞ্জে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল! কটাক্ষ বিরোধীদের
বহরমপুর সাংগঠনিক সভা থেকে উঠে গিয়ে দলে অনৈক্যের বার্তা দিয়েছেন আবু তাহের খান। অপর দিকে সাংবাদিক বৈঠক ডেকে দলের বিরুদ্ধে মন্তব্য করে তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাস দলকে প্রবল অস্বস্তিতে ফেলেছেন। জেলাজুড়ে তৃণমূল কংগ্রেসের এই ফাটল পঞ্চায়েত ভোটে বিরোধীদের ভিত আরও মজবুত করছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version