চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি! গরমে রীতিমতো ওষ্ঠাগত প্রাণ। এর মধ্যে কোনও আশার কথা শোনাতে পাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনটাই। শুধু তাই নয়, আরও বাড়বে তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানা গিয়েছে। রবিবার ফের শুষ্ক গরমের সম্ভাবনা।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পাবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

West Bengal Weather Update : চরম গরমে নাভিশ্বাস, স্বস্তির বৃষ্টি কবে?
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৪৫ শতাংশ।

কেমন থাকবেদক্ষিণবঙ্গের আবহাওয়া?
আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কমপক্ষে দুই ডিগ্রি বাড়তে পারে বলে জানা যাচ্ছে। আরও দুই থেকে তিন দিন একইরকম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ।

Summer Temperature : আরও বাড়বে গরম, শনিবার পর্যন্ত রাজ্যে অমিল স্বস্তির বৃষ্টি
সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে রাজ্যে হতে চলেছে বৃষ্টিপাত? এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত চার পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নেই। রীতিমতো শুকনো ও অস্বস্তিকর গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

কেমন থাকবেউত্তরবঙ্গের আবহাওয়া?
রীতিমতো গরম বাড়ছে উত্তরবঙ্গেও। জেলাগুলির তাপমাত্রা আরও দুই ডিগ্রি বাড়তে পারে। বালুরঘাটে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে তাপমাত্রার পারদ। আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গেও তাপপ্রবাহ হতে পারে। বুধবার পর্যন্ত পার্বত্য দুই-তিন জেলা ছাড়া অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।

Heat Wave in West Bengal : ৪০ ডিগ্রি পার করবে কলকাতার তাপমাত্রা! আগামী ৪ দিন বাংলায় তাপপ্রবাহের সতর্কতা
মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আপাতত উত্তরবঙ্গেও কোনওবৃষ্টিপাতের সম্ভাবনা নেইবলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ অস্বস্তিকর পরিস্থিতি থেকে এখনই রেহাই মিলবে না।

একনজরে দেশের আবহাওয়া?
দেশে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম এবং ওড়িশাতে। সমস্ত দেশেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে চলেছে। উত্তর পশ্চিম, মধ্য ভারত এবং পূর্ব ভারতের কিছু অংশে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Weather Forecast : ৭ বছরে উষ্ণতম এপ্রিল, আরও গরম পড়ার সম্ভাবনা
পাশাপাশি হিমালয়ের পশ্চিমের রাজ্যগুলিতেতাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version