তবে তাঁদের মূল চিন্তা পজি়টিভিটি রেট নিয়ে। কারণ, গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণের হার ১৮.৪ শতাংশ, যা দেশের পজি়টিভিটি রেটের (৫.৬১%) সাড়ে তিন গুণের বেশি। স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, রাজ্যে এই মুহূর্তে করোনা নিয়ে চিকিৎসাধীন ৬২০ জন, যাঁদের ২৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
মার্চের মাঝামাঝিও বাংলায় কোভিড-শূন্য জেলার সংখ্যা ছিল ১৩। সেই সংখ্যা ধীরে ধীরে কমেছে। আর ৮ থেকে ১৪ এপ্রিলের যে সাপ্তাহিক পজি়টিভিটি রেটের রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তৈরি করেছে, তাতে দেখা যাচ্ছে, বাংলায় করোনা-শূন্য জেলার সংখ্যা কমতে কমতে হয়েছে ৪!
কেন্দ্রের ওই রিপোর্ট বলছে, ৫ শতাংশ বা তার বেশি পজি়টিভিটি রেট রয়েছে রাজ্যের ৬টি জেলায়। ১০ শতাংশ বা তার বেশি পজি়টিভিটি রয়েছে কলকাতা-সহ ২টি জেলায়। সব মিলিয়ে, গতি শ্লথ হলেও ক্রমেই রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে করোনা।
বঙ্গে অবশ্য এখনও ৪টি জেলা রয়েছে, যেগুলোয় গত এক সপ্তাহে এক জনেরও করোনা ধরা পড়েনি। তবে কত দিন ওই জেলাগুলো করোনা-শূন্য থাকবে, তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অবশ্য বলছে,গোটা দেশে করোনা-আক্রান্তের সংখ্যা শুক্রবারের চেয়ে কিছুটা হলেও কমেছে শনিবারে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার গোটা দেশে ১০,০৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। সব চেয়ে বেশি আক্রান্ত কেরালা, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ছত্তিসগড় ও দিল্লিতে। গোটা দেশে এখন করোনা রোগীর সংখ্যা ৫৭,৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৩ জন। ফলে, বেড়েছে মৃত্যুহার (১.১৯ শতাংশ)।
তবে বাংলায় ১৮.৪ শতাংশ পজি়টিভিটি রেটের নেপথ্যে স্বাস্থ্যকর্তারা দুষছেন কম টেস্টকেই। বিশেষজ্ঞদের বক্তব্য, টেস্টের সংখ্যা বাড়লেই পজি়টিভিটি রেট বেশ কিছুটা কমে যাবে। এখন গড়ে রোজ ১১০০-১২০০ নমুনা পরীক্ষা হচ্ছে।
কিছু দিন আগে যেখানে গড়ে ২০-৩০ জন পজি়টিভ আসছিলেন, এখন সেই সংখ্যাটাই শতাধিক। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক কর্তা বলছেন, “টেস্ট বাড়ালে নিশ্চিত ভাবে পজি়টিভ রোগীর সন্ধানও বেশি সংখ্যায় মিলবে। এখন জ্বর-সর্দির উপসর্গ থাকা অধিকাংশ রোগীই টেস্ট করাচ্ছেন না।”
চিকিৎসকরা জানাচ্ছেন, এখন যাঁদের করোনা ধরা পড়ছে, তাঁদের মূলত জ্বর, সর্দি, শুকনো কাশি, গলাব্যথা, চোখ লাল হয়ে যাওয়ার উপসর্গ এবং খুব কম সংখ্যক রোগীর ডায়েরিয়ার সমস্যা থাকছে। ১ শতাংশ রোগীরও উপসর্গ গুরুতর আকার ধারণ করছে না। তাঁদেরই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে, যাঁদের অন্য কোনও গুরুতর কো-মর্বিডিটি রয়েছে। তাঁরা অসুস্থও হচ্ছেন মূলত সেই কো-মর্বিডিটির জন্য। ফলে, তাঁদের শ্বাকষ্টের সমস্যা কম।
রাজ্যে কোভিড পজি়টিভিটি রেট
১৮.৪% গোটা রাজ্যে
১০% বা তার বেশি: কালিম্পং (১৪.২৯) ও কলকাতা (১১.২২)
৫% বা তার বেশি: নদিয়া (৮), দার্জিলিং (৮.৮২), উত্তর ২৪ পরগনা (৬.৭৯), হুগলি (৬.৬৪), হাওড়া (৫.১৯) ও উত্তর দিনাজপুর (৫.০৭)
১%-এর কম: কোচবিহার (০.৮২)
করোনা-শূন্য জেলা: আলিপুরদুয়ার, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুর