প্রবল গরমে হয়রান শহরবাসী। তাপপ্রবাহের মধ্যে বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা। অথচ পেশার তাগিদে শহরের এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটতেই হচ্ছে মানুষকে। আর তার মধ্যেই দীর্ঘক্ষণ ট্রাফিক জ্যামে ফেঁসে নাজেহাল অবস্থা হচ্ছে কলকাতাবাসীর। সপ্তাহের প্রথমদিনই সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যানজটের শিকার নিত্যযাত্রীরা। কোন কোন রাস্তায় দুর্ভোগ পোয়াতে হচ্ছে? কী জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল?
ডিসিপি ট্রাফিকের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে যানবাহন চলাচলে খানিক সমস্যা দেখা দেয়। দ্বিতীয় হুগলি সেতুতে এদিন সকাল থেকেই যান চলাচলের গতি স্লথ। চাপ রয়েছে ই এম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভারেও। গাড়ি ধীরে চলছে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোডে। এছাড়াও দীর্ঘ কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল মাঝেরহাটের জয় হিন্দু সেতু। যার জেরে এনআর অ্যাভিনিউ, শাহপুর রোড, দুর্গাপুর ব্রিজ, চেতলা রোড, আলিপুর রোডে যানজটের সৃষ্টি হয়। তবে মেরামতির কাজ শেষে আপাতত খুলে দেওয়া হয়েছে এই সেতু। বর্তমানে ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।
ডিসিপি ট্রাফিকের টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছিল দ্বিতীয় হুগলি সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণে যানবাহন চলাচলে খানিক সমস্যা দেখা দেয়। দ্বিতীয় হুগলি সেতুতে এদিন সকাল থেকেই যান চলাচলের গতি স্লথ। চাপ রয়েছে ই এম বাইপাস, মা ফ্লাইওভার, এজেসি বোস রোড ফ্লাইওভারেও। গাড়ি ধীরে চলছে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি ক্রসিং, এসএন ব্যানার্জি রোডে। এছাড়াও দীর্ঘ কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল মাঝেরহাটের জয় হিন্দু সেতু। যার জেরে এনআর অ্যাভিনিউ, শাহপুর রোড, দুর্গাপুর ব্রিজ, চেতলা রোড, আলিপুর রোডে যানজটের সৃষ্টি হয়। তবে মেরামতির কাজ শেষে আপাতত খুলে দেওয়া হয়েছে এই সেতু। বর্তমানে ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে।
লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে জানা গিয়েছে, এদিন শহরে বিশেষ বড় ধরনের কোনও রাজনৈতিক কর্মসূচি নেই। সেই কারণে এদিন যানযট হওয়ার সম্ভাবনা কম।
এদিকে, তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ শহরবাসীর। ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। সেই কারণে দীর্ঘক্ষণ ট্রাফিকে ফেঁসে থাকার জেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন, তাপপ্রবাহের মধ্যে হিটস্ট্রোকের পরিস্থিতি এড়াতে ORS, ছাতা, টুপি, রোদচশমা, মাস্ক, মাথায় কাপড়ের ব্যবহার করতে। সুতির জামাকাপড় পরতে পরামর্শ চিকিৎসকদের। শুষ্ক আবহাওয়ার জেরে ঘাম না হলেও শরীরে কষ্ট হচ্ছে মারাত্মক। এমত অবস্থায় প্রয়োজনে ছায়ায় কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। বাইক চালকদের মাঝে মধ্যে ছায়ায় দাঁড়িয়ে নিতেও বলা হচ্ছে।