West Bengal News : এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহরের দেবীবাড়ি এলাকায়। নিহত বৃদ্ধার নাম কেয়া চক্রবর্তী। বাড়িতে ওই বৃদ্ধা একাই থাকতেন বলে জানা গিয়েছে। দুর্গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।

Sun Stroke Death : চাঁদিফাটা রোদে সাইকেলে বাড়ি ফেরার পথে সান স্ট্রোকে প্রাণ গেল কান্দির বৃদ্ধের
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে প্রতিবেশিরা ওই বৃদ্ধার বাড়ি থেকে দুর্গন্ধ পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। গত দু- তিনদিন হল তাকে দেখা যায়নি বলে প্রতিবেশীদের দাবি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই বৃদ্ধা মারা গিয়েছেন সে সম্বন্ধে নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ।

Nadia News : বিদ্যুতের তার জড়ানো অবস্থায় উদ্ধার নিথর দেহ, যুবকের রহস্যমৃত্যু শান্তিপুরে
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দাদের কাছে ‘বুলা দি’ বলে পরিচিত কেয়াদেবী। তিনি একাই বাড়িতে থাকতেন। তার এক মেয়ে ও এক ছেলে থাকলেও তারা বাইরে থাকতেন। বাড়িতে ওই বৃদ্ধার দেখাশোনার জন্য কেউ ছিল না। গত ১৩ এপ্রিল সন্ধ্যাবেলা শেষবার তাঁকে এলাকায় দেখা গিয়েছিল।

Alipurduar News : মাকে গলা টিপে খুন ছেলের, চাঞ্চল্যকর ঘটনা আলিপুরদুয়ারে
গত বৃহস্পতিবারের পর তাঁকে আর এলাকায় দেখা যায়নি। এদিন বিকেলে তাঁর দিদি বৃদ্ধার খোঁজে বাড়িতে এসে কোনও সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের ডাকেন। এরপর প্রতিবেশিরা বাড়ির সামনে আসতেই দেখেন বাড়ি তালাবন্ধ। ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। খবর দেওয়া হয় পুলিশে। কোতয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Howrah News : সাত সকালে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য হাওড়া ট্রাফিক ব্যারাকে
স্থানীয় এক বাসিন্দা সুচন্দ্রা দে বলেন, ” আমরা নিজেরা কয়েকদিন আলোচনা করছিলাম, বুলা দিকে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি না। এরপর আজকেই পাড়ার কয়েকজন এসে বলল, বুলা দির ঘর থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে। তারপর জানলাম উনি মারা গিয়েছেন।” বৃদ্ধার মৃত্যুতে শোকাহত গোটা এলাকায়। বৃদ্ধার এভাবে মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।

Uttar 24 Pargana : নৃশংস ঘটনা নিউটাউনে! কুপিয়ে খুনের অভিযোগ এক শিশুকে, পলাতক অভিযুক্ত
প্রসঙ্গত, একাকী নিঃসঙ্গ পুরুষ মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা নতুন নয়। মাস খানেক আগেই শিলিগুড়িতে ১৬ নম্বর ওয়ার্ডে হাকিমপাড়া থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়। সেই বৃদ্ধা বাড়িতে একা থাকতেন। বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, বৃদ্ধার নাম অনিতা ব্রহ্ম। বৃদ্ধার এক ছেলে কাজের সূত্রে দার্জিলিঙে থাকতেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ এসে বৃদ্ধার দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। কীভাবে বৃদ্ধার মৃত্যু হয় সে ব্যাপারে তদন্ত শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version