West Bengal News : ফের একবার মানবিকতার নিদর্শন রাখল BSF। গত ২৩ এপ্রিল দক্ষিণবঙ্গ সীমান্তের অন্তর্গত সীমান্ত গ্রাম হরিহরপুরের পঞ্চায়েত মেম্বার আমিনুদ্দিন দফাদার ৬৮ ব্যাটালিয়নের সীমানা চৌকি মধুপুরের কোম্পানি কমান্ডারকে জানান যে তাদের গ্রামের সাবর খান মারা গিয়েছেন। সাবরের বোন সীমান্তের ওপারে বাংলাদেশে বসবাস করেন এবং তিনি তাঁর ভাইয়ের শেষ দর্শন পেতে চান। মানবিক দিকটি মাথায় রেখে কোম্পানি কমান্ডার তাৎক্ষণিকভাবে তাঁর প্রতিপক্ষ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

North 24 Parganas : ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে কর্মরত ব্যক্তির বাড়িতে বোমাবাজি! আতঙ্ক পানিহাটিতে
বিষয়টি শোনার পরে BSF আধিকারিকরা যোগাযোগ করেন বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী BGB বা বর্ডার গার্ড অফ বাংলাদেশ-এর সঙ্গে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী, পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে আন্তর্জাতিক সীমান্তের কাছে ভাইকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশে বসবাসরত বোন ও আত্মীয়-স্বজনদের জন্য ব্যবস্থা করে দেন।

এভাবেই বাংলাদেশে বসবাসরত বোনের পক্ষে তার ভাইয়ের শেষ দর্শন করা সম্ভব হয়। এই কারণে মৃতের স্বজনরা BSF-র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষ দর্শনের পর মৃতের বোন ও তার স্বজনরা সীমান্তরক্ষী বাহিনীর এই উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “BSF-র কারণেই আমরা আমাদের ভাইকে দেখতে পেলাম।”

Mann Ki Baat 100 Episode : মৃত বোনের স্মৃতিতে হাসপাতাল গড়ে নজির, মন কি বাতের শততম এপিসোডে বাংলার ট্যাক্সিচালক
সীমান্তের ওপারে বসবাসকারী সাবরের বোনের এক আত্মীয় এই বিষয়ে জানান, “হঠাৎ উনি মারা যাওয়ার পরে সাবরের বোনকে কিভাবে দেখাব বুঝতে পারছিলাম না। কারন সমস্ত কাগজপত্র সই সাবুদ মিটিয়ে বাংলাদেশ থেকে ভারতে যেতে বেশ কয়েকদিন লেগে যায়। সেই জন্যই BSF-র কাছে যাই। তাঁরা আমাদের অবস্থার কথা মন দিয়ে শোনেন, ও সাহায্য করার আশ্বাস দেন। আজ ওনাদের জন্যই এক বোন তাঁর দাদাকে শেষবারের মতন দেখতে পেল। এর জন্য BSF-র অবদান কোনোদিন ভুলবো না।”

এদিকে এই বিষয়ে কথা বলতে গিয়ে BSF-র মুখপাত্র বলেন, “BSF সর্বদা সামাজিক ও মানবিক মূল্যবোধের যত্ন নেয়।” BSF-র সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, “BSF জওয়ানরা দিনরাত চোখের পলক না ফেলে সীমান্তে মোতায়েন থাকেন।”

TMC Vs ISF : তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ISF-এর বিরুদ্ধে, ফের উত্তপ্ত ভাঙড়
তিনি আরও বলেন, “BSF জওয়ানরা দেশের নিরাপত্তার পাশাপাশি সীমান্তবাসীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধেরও যত্ন নেন।” তিনি জোর দিয়ে বলেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে রয়েছে, কিন্ত মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে তারা সর্বদা প্রস্তুত থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version