নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban Krishna Saha) গ্রেফতার করেছে সিবিআই। জীবনের জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর বিরুদ্ধে মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই মোবাইল উদ্ধার করে মাথার ঘাম পায়ে ফেলতে হয় সিবিআইকে। সেই ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। জীবনের ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে জীবনকে ফের হেফাজতে চাইল সিবিআই।

এদিন সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়েছিল তৃণমূল বিধায়ককে। তদন্তকারী আধিকারিকরা আদালতকে জানিয়েছেন, জীবনের ফোন থেকে প্রায় ১০০টিরও বেশি অডিয়ো ফাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার হওয়া অডিয়ো ফাইল ফোন রেকর্ডিং না কারও কণ্ঠস্বর তা স্পষ্ট করে আদালতকে জানায়নি সিবিআই আধিকারিকরা।

Jiban Krishna Saha : পুকুরে ফোন ফেলার পিছনে লুকিয়ে কোন রহস্য? আদালতে জানালেন জীবনের আইনজীবী
সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানিয়েছে, জীবনের দুটি ফোনের মধ্যে একটি থেকে ১০০টি অডিয়ো ফাইল উদ্ধার হয়েছে। সেই অডিয়ো গুলি কার তা তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশি তৃণমূল বিধায়কের কণ্ঠস্বর ও হাতের লেখা পরীক্ষা করে দেখতে চায় বলে আদালতে জানিয়েছে সিবিআই। সেই কারণে জীবনকে হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে। এদিন শুনানির পর জীবনকে আরও পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই জীবনকৃষ্ণের কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে চাকরি দিতে না পারার জন্য বিধায়ককে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলেও শোনা যায়। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। বিধায়ক নিজেও ওই অডিয়োর কণ্ঠস্বর তাঁর বলে অস্বীকার করেন।

Jiban Krishna Saha : পুকুরে মোবাইল ফেলার অনুপ্রেরণা! জীবনের দাদুর গল্প‌ও যেন থ্রিলার
১৭ এপ্রিল নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে অতর্কিতে তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দেয় সিবিআই। দীর্ঘ ৬৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রে দাবি, বন্ধু কৌশিক ঘোষের সঙ্গে মিলে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার একটি চক্র খোলেন জীবন। প্রত্যেক চাকরিপ্রার্থী পিছু ৫ থেকে ৭ লাখ টাকা করে নেওয়া হত। এই মামলার তদন্তে কৌশিককে আগেই গ্রেফতার করেছে সিবিআই। এখন উদ্ধার হওয়া অডিয়ো ক্লিপের সূত্র ধরে নতুন কোনও প্রভাবশালীর খোঁজ মেলে কিনা সেটাই এখন দেখার।

Tapas Saha : তাপস সাহার বাড়িতে CBI, তৃণমূল বিধায়কের বাড়ি-অফিসে তল্লাশি
অন্যদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টর তৃণমূল বিধায়ক তাপস সাহাকেও (Tapas Kumar Saha) এদিন নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। সম্প্রতি তাপসের বাড়িতে অভিযান চালান সিবিআই গোয়েন্দারা। তাপসের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version