জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি বদল। নিয়োগ দুর্নীতি মামলা থেকে অব্যাহতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরছে মামলা। অন্য বিচারপতির এজলাসে মামলা সরানোর নির্দেশ। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতের বাইরে বিচারাধীন বিষয় নিয়ে মুখ খোলার জন্যই এই নির্দেশ সুপ্রিম কোর্টের। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার রিপোর্ট জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে।

এদিকে সুপ্রিম কোর্টের এই রায়ের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসংযোগ কর্মসূচির মধ্য়ে থেকেই বলেন, আদালতের রায়কে স্বাগত। ভারতীয় বিচারব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আগামীদিনে সঠিক বিচার হোক। অভিষেক বলেন, ‘হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আমাদের কাছে শিরোধার্য। সম্পূর্ণ আস্থা ভরসা বিচার ব্যবস্থার উপর রাখি। যেহেতু এটি সাব জুডিস ম্যাটার তাই বিশেষ কোনও মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলব সঠিক বিচার হোক।  তৃণমূল কংগ্রেসের যদি কেউ দোষী সাব্যস্ত হয় বা প্রমাণিত হয় তবে তারও পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং ভারতবর্ষের মাটিতে দৃষ্টান্ত স্থাপন করা হোক। নজিরবিহীন শাস্তি হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের বিচার হোক। বিচার ব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দেশের শীর্ষ আদালত যে রায় দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মানুষ তার ন্যায্য বিচার আগামী দিন পাবে।’

রায়কে স্বাগত জানিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বলেন, ‘সারা দেশে আজ প্রথম কেউ বুঝলেন ‘ সব কা বিকাশ’ কাকে বলে। বিকাশ ছুঁলে কী হয়। কমরেড, সমবেদনা রইল।’ ওদিকে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেন, ‘সত্যি সত্যিই “ঢাকি সমেত বিসর্জন” হয়ে গেল! লক্ষণ গণ্ডির বাইরে দাঁড়ানো ভেকধারী রাবণকে সীতাও সাধু ভেবেছিল। সীতার ভুল ভেঙেছিল অপহৃত হওয়ার পর.. একই নিয়মে বাকিদেরও ভাঙবে। লাল সেলাম। ভালো থাকবেন কমরেড। ইতি, দেশের সংবিধানপ্রিয় এক নাগরিক। উল্লেখ্য, শাসকদল তৃণমূলের তরফেই রায়কে স্বাগত জানানো হয়েছে।

আরও পড়ুন, Covid In Bengal: রাজ্যে কোভিডে ফের মৃত্যু, পজিটিভিটি রেট ১৪ শতাংশের উপরে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version