”কেন্দ্রের সরকার লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে আর তৃণমূল নেত্রী যা কথা দিয়েছে তাই করেছে।” ‘তৃণমূলের নবজোয়ার’ যাত্রায় বেরিয়ে উত্তর দিনাজপুরে চোপড়ার সভা থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে তৃণমূলের সাফল্যের সার্টিফিকেট হিসেবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য।এদিন চোপড়ার সভা থেকে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। কানে শোনে যায়, চোখে দেখা যায়। যা বলে তা করেও দেখায়। আর বিজেপি হচ্ছে অডিয়ো ক্যাসেট। শুধু কানে শোনা যায়। কোনও কাজ দেখতে পাবেন না।” এপ্রসঙ্গে তিনি তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড।

Abhishek Banerjee : ‘ব্যালট এখন দিও না…’, কুমারগ্রামে জনসভা শুরুতেই বিরক্ত অভিষেক

সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় ভোটের পর সব ভুলে যায় আর তৃণমূল যা বলে তাই করে দেয়। ভোটে হেরে গিয়ে প্রতিহিংসায় বাংলার টাকা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সহ যে সমস্ত সুযোগ সুবিধার কথা ঘোষণা করেছিলেন তা বাংলার সমস্ত মানুষ পাচ্ছেন। যেখানে জিতেছেন সেখানকার মানুষও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যেখানে তৃণমূল হেরেছে সেখানকার মানুষও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছে বলে দাবি করেন অভিষেক।

Abhishek Banerjee : ‘BJP-র ভাঙা অডিয়ো ক্যাসেট! শোনা যায় দেখা যায় না’, ফের কেন্দ্রকে তোপ অভিষেকের

চোপড়ায় নিজের দলের কর্মী সদস্যদের বার্তা দেওয়ার পাশাপাশি বিজেপি টার্গেট করে অভিষেক বলেন, ”আমি নিজেদের রিপোর্ট কার্ড এনেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা একুশের ভোট লক্ষ্মীর ভাণ্ডার দেখে দিয়েছিলেন। ভোটে জিতে তিনি নিজের প্রতিশ্রুতি রেখেছেন। ৩৭ হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন তিনি। উত্তর দিনাজপুরে প্রায় ৪ লাখ মা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। অন্যদিকে, ভোটের পর সমস্যায় বিজেপির কোনও কর্মীর দেখা পাওয়া যায়নি। উলটে বাংলার মিড ডে মিল থেকে ১০০ দিনের টাকা সব বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটে জিততে মানুষের জন্য প্রকল্প ঘোষণা করেন না। সবুজ সাথী পায় নবম থেকে দ্বাদশের পড়ুয়ারা। তাদের তো ভোটাধিকার তো নেই। ”

Dilip Ghosh : ‘কোটি টাকার তাঁবু লাগাচ্ছেন! আর মানুষের বাড়িতে খাবার নেই’, অভিষেককে তোপ দিলীপের

একইসঙ্গে আবারও কেন্দ্রীস সংস্থার তলব নিয়ে হুঁশিয়ারি দেন অভিষেক। বলেন, ”ইডি-সিবিআইয়ের নোটিশ পাঠিয়ে অন্য দলকে বাড়িতে বসিয়ে রাখা যায়, তৃণমূলকে নয়। তৃণমূল মাথা নত করবে না। যত ধমকাবেন-চমকাবেন তৃণমূল ততো হবে। আমাকে তো এত নোটিশ পাঠাল। কী করতে পারল কাঁচকলা। ২০২৬-এ ২৪০ আসন নিয়ে ফিরব আমরা।”

Abhishek Banerjee : নেতাদের সুপারিশে যাঁরা টিকিট পাবেন বলে ভাবছেন, তাঁদের অসুবিধা হবে : অভিষেক

একইসঙ্গে তিনি বলেন পঞ্চায়েত ভোটে জনতার প্রতিনিধি জনগণের পছন্দ করে দেওয়া প্রতিনিধিই হবে তৃণমূল প্রার্থী। যে মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা বলেন তিনি। অভিষেকের কথায়, ”গণতন্ত্রে জনতার কথাই শেষ কথা। জনগণ নির্বাচিত প্রতিনিধির মাথা আকাশে পাও আকাশে থাকলে তাঁকে পা ধরে চেনে নামাতে সময় নেবে না জনতা।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version