West Bengal News : পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দুই বোনের। মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায়। মৃত দুই নাবালিকার নাম অঙ্কিতা পাঁজা (১১) ও প্রিয়াঙ্কা পাঁজা(১০)। ঘটনায় শোকের ছায়া এলাকায়। দুই ফুটফুটে মেয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয় বাসিন্দারাও।

Jhargram News : সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ কিশোর
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা থানার খাগড়াপাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ সকালে গ্রামেই বাড়ির অদূরে একটি পুকুরে প্রতিদিনকার মতো স্নান করতে গিয়েছিল দুই বোন। বাড়ির লোককে জানিয়েই তারা দুজনে স্নান করতে যায়। এরপর বহুক্ষণ বাড়ি না ফেরায় সন্দেহ হয় পরিবারের।

Birbhum News : ফের নদীতে ডুবে মৃত্যু, কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ পড়ুয়া
স্নান করে বাড়ি না ফেরায় খোঁজ নিতে শুরু করেন পরিবারের সদস্যরা। খবর পাওয়া যায়, দুই বোন পুকুরের জলে ডুবে গিয়েছে। তড়িঘড়ি পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ওই দুই নাবালিকাকে উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসাপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Murshidabad News : নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, ঘরে ফেরা হল না দুই বন্ধুর
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত দুই নাবালিকা একই পরিবারের দুই খুড়তুতো বোন। একজনের নাম অঙ্কিতা পাঁজা, সে ষষ্ঠ শ্রেণির ছাত্রী। অঙ্কিতার বাবার নাম গিরিশ পাঁজা। অপরজন প্রিয়াঙ্কা পাঁজা, সে পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম বিমল পাঁজা। গিরিশ পাঁজা ও বিমল পাঁজা সম্পর্কে দুই ভাই।

Murshidabad News : বাজ পড়ে সামশেরগঞ্জে মর্মান্তিক মৃত্যু ১ যুবকের, আহত ৩
পরিবারের লোকজন জানান, প্রতিদিন দুই বোন গ্রামের আরও বাচ্চাদের সঙ্গে বাড়ির অদূরে একটি পুকুরে স্নান করতে যায়। সেইমতো আজও অন্যদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল তারা। সেই সময় অসাবধানবশত পুকুরের জলে ডুবে যায় দুই বোন। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। পাড়ার দুই ফুটফুটে মেয়ের এরকম মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা। ওই দুই নাবালিকার এ হেন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।

Purba Medinipur Accident : দিঘা-নন্দকুমার রোডে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, গাড়িতে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের
প্রসঙ্গত, চলতি মাসেই শিলিগুড়ি মহকুমায় ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের তুফান ডাংগি এলাকায় পুকুরের জলে ডুবে মৃত্যু হয় এক নাবালকের। মৃত নাবালকের নাম মোঃ মোহিত (১১)। উত্তরপ্রদেশ থেকে কিছুদিনের জন্য সে ও তার পরিবার ইদ পালন করতে দাদুর বাড়িতে ঘুরতে এসেছিল। তার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। কয়েকজন বন্ধুর সঙ্গে স্থানীয় একটি পুকুরে স্নান করতে যায় ওই নাবালক। এরপর হঠাৎই সে জলে ডুবে যায়। ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version