সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে বেনজির আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দিনদুয়েক আগে মেদিনীপুরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ওই সিপিএম নেতা বলেছিলেন, ” উদয়ন গুহ সৎ মায়ের কাছে ভালো থাকার জন্য নিজের বাপ, নিজের মা, নিজের ১৪ গুষ্টির পিন্ডি চটকাচ্ছে। ” তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেনজির আক্রমণ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। শনিবার রাতে সিপিআইএম নেতাকে কটাক্ষ করে তিনি সোশাল মিডিয়ায় পোস্ট দেন।Udayan Guha : বিচারপতি গঙ্গোপাধ্যায় ইস্যুতে উচ্ছ্বসিত উদয়ন, নাম না করে সোশাল মিডিয়ায় কটাক্ষ

নিজের ফেসবুক পোস্টে তীব্র আক্রমণ করে উদয়ন বলেন, ” আমি আমার বাবাকে কী বলেছি, তাতে তন্ময় ভট্টাচাৰ্যর খুব জ্বলেছে। বাবা তো CPM করতেন না। বাবার মৃত্যুর কয়েক মাস আগে যখন মাকুদের জারজ সন্তানরা বাবার উপর আক্রমণ করে তখন তন্ময় কোথায় ছিল?
আসলে জ্বালার কারণ আমার বাবার কথা বলে আমি তো ওদের বাবাদের ধুতি খুলে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সৎ মা বলে ও আমার বাবাকে অপমান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বয়সে আমার থেকে ছোট হলেও বাঙালির রীতি অনুযায়ী আমার দিদি, তাঁকে আমি সন্মান করি। আমার কোনও সৎ মা ছিল না বা নেই। মুখের ভাষা শুনে যেমন এটা বোঝা যায় তন্ময়ের কোনও সৎ বাবা নেই। ওর আসল বাবা অনিল বোস (আরামবাগ )। আর জন্ম ওয়াটগঞ্জের অন্ধকার গলিতে।”

Justice Abhijit Ganguly: বহুচর্চিত টিভি সাক্ষাৎকারে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কী কী বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
Udayan Guha : ‘বাম আমলে চাকরি ভাগ হত’, বিস্ফোরক অভিযোগ উদয়ন গুহর

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এই পোস্ট সোশাল মিডিয়ায় নজরে আসতেই রাজ্য রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই শুক্রবারই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কটাক্ষ করেছিলেন বিচারপতিকে। এরপর এদিন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে আক্রমণের ঝাঁঝ সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিপিআইএমকে তোপ দাগতে গিয়ে তাঁর প্রয়াত বাবার নাম করে মন্তব্য করেছিলেন তিনিও চিরকূটে চাকরি দিয়েছেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আক্রমণ শানান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তার পরিপ্রেক্ষিতেই পালটা আক্রমণ করে এই পোস্ট উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version