কিরণ মান্না: দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের নিশানা করলেন শুভেন্দু অধিকারী। বললেন উদ্বোধন নিয়ে ফের টেন্ডার, ফের কোটি কোটি টাকা আত্মসাৎ করবেন চোর মমতা। যে তার ভালো-মন্দ দেখে দেয়, মুলোটা কলাটা যোগাড় করে দেয়, তাকে দিয়ে দিয়েছে টেন্ডার।
জগন্নাথ ধামের উদ্বোধন নিয়ে বিরোধী দলনেতা বলেন, এই উদ্বোধনে ফের কোটি কোটি টাকা টেন্ডার হয়েছে। সব আত্মসাৎ হবে। উজ্জ্বল সিনা টেন্ডার পেয়েছে। আমার কাছে সব লিস্ট আছে। তিনি আরও বলেন ওই অক্ষয় তৃতীয়ার দিনে সনাতনী সম্মেলন করব। রাজ্যের পাঁচশোর বেশি সাধু ঐদিন থাকবেন।। সারাদিন হোম যজ্ঞ, গীতা পাঠ, ভাগবত কথা, চিন্ময় প্রভুর জন্য প্রার্থনা, মুর্শিদাবাদের আক্রান্তদের জন্য প্রার্থনা। সব হবে। সমস্ত গ্রামে সনাতনী ধ্বজ লাগানো হবে। সকাল ন’টা থেকে অনুষ্ঠান শুরু। এদিন জগন্নাথ ধাম উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী সম্মেলনে জমায়েত করে বয়কট মমতা বলে ডাক দিলেন শুভেন্দু। কোন রাজনৈতিক পতাকা থাকবে না।
আরও পড়ুন-স্ত্রী চাকরি পেতেই অত্যাচারের শুরু, চরম পদক্ষেপ তরুণ ইঞ্জিনিয়ারের
আরও পড়ুন-কতদিন আর এভাবে থাকব! চোখেমুখে ভয় নিয়েই ঘরে ফিরছেন ধুলিয়ানের অঞ্জনারা
ফিরহাদ প্রসঙ্গে বললেন কোন হিন্দু বেল্ডে দাঁড়িয়ে জিতে দেখাক তারপর দেখব। ৭৫% মুসলিম ভোটার এরিয়ায় দাঁড়িয়ে জিতেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)