West Bengal Nesw : নৈহাটিতে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে দুই স্কুল ছাত্র। নিখোঁজ দুই ছাত্রের নাম শুভম দে (১৮) ও সুজল সাউ (১৭)। এক বন্ধুকে বাঁচানোর চেষ্টায় আরেক বন্ধু তলিয়ে যায় বলে দাবি স্থানীয়দের। দুই ছাত্রের খোঁজে ডুবুরি নামানো হয়েছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার সকালে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ দুই স্কুল ছাত্র। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার লিচুবাগান ঘাটে। নিখোঁজ দুই ছাত্রের মধ্যে শুভম নৈহাটির মক্রেশ্বর ঘাট রোডের বাসিন্দা। এ বছর নরেন্দ্র বিদ্যানিকেতন থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল শুভম।

Jhargram News : সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ কিশোর
অপরদিকে, নৈহাটির সঞ্জীব চট্টোপাধ্যায় রোড এলাকার বাসিন্দা সুজল সাউ। সে মহেন্দ্র হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ক্রিকেট খেলার পর দুই বন্ধু গঙ্গায় স্নান করতে নেমেছিল। এর মধ্যে জলে নেমে প্রথমে সুজল তলিয়ে যায়। সুজলকে তলিয়ে যেতে দেখে বন্ধু শুভম বাঁচানোর চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জোয়ারের তীব্র স্রোতে উভয়েই গভীর জলে তলিয়ে যায়। বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই তৎক্ষণাৎ নৈহাটি থানায় খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ।

Birbhum News : ফের নদীতে ডুবে মৃত্যু, কোপাইয়ে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ পড়ুয়া
নৈহাটি থানার পুলিশের উপস্থিতিতে ডুবুরি নামিয়ে নিখোঁজ ওই দুই ছাত্রের খোঁজ চলছে। খবর দেওয়া হয়েছে দুই ছাত্রের পরিবারের লোকজনকে। শুভমের দিদি সুনন্দা জানান, এদিন সকালের দিকে তাঁর ভাইয়ের সঙ্গে ফোনে একবার কথা হয়। ফোনে কথা হওয়ার আধ ঘণ্টা পর সকাল সাড়ে দশটা নাগাদ তিনি ভাইয়ের ফোনে ফের কল করেন। তখনই অন্য একজন কেউ ফোন ধরে।

শুভমের দিদিকে জানানো হয়, তাঁর ভাই জলে তলিয়ে গিয়েছে। ভাইয়ের জামাকাপড় নদীর ধারে পড়ে রয়েছে। ঘটনা শোনার পরেই ছুটে আসে শুভমের পরিবারের সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুজলের পরিবারের লোকজনও। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই বন্ধুর এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি।

Behala : সাঁতার জেনেও ডুবে মৃত্যু! বেহালার ছাত্রের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য
প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে নৈহাটির (Naihati) গোয়ালাপাড়া গঙ্গার ঘাটে এক ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্নান করতে নেমে তলিয়ে যায় এক স্কুল পড়ুয়া। তার নাম অনুরাগ মেহেতা। নৈহাটি গৌরিপুর হিন্দি হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল সে। ফের একবার নৈহাটিতে একসঙ্গে দুই ছাত্রের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version