West Bengal News : এক ট্রাক্টর চালকের মলদ্বার থেকে উদ্ধার হল ৪৩ লাখ টাকার সোনার বিস্কুট। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অপারেশন করে উদ্ধার করা হল বিস্কুটগুলি। পাচারের কারণেই নিজের মলদ্বারে সোনার বিস্কুটগুলি ভরা হয়েছিল বলে মনে করা হচ্ছে। পাচারকারীকে লালগোলা কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

Border Security Force : শরীরের বিভিন্ন অংশে সোনার বিস্কুট বেঁধে পাচারের চেষ্টা! BSF-র হাতে আটক যুবক
দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন বিএসএফ কর্মীরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ৪৩,০৫,২৪৬ টাকা মূল্যের ৬ টি সোনার বিস্কুট সহ একজন চোরাকারবারীকে আটক করে। ঘটনাটি ঘটে ৩ মে বিএসএফের সীমা চৌকি অ্যাট্রোসিয়া, ৩৫ ব্যাটেলিয়ন এলাকায়।

গোয়েন্দা বিভাগ কর্তব্যরত জওয়ানদের জানায় যে এক চোরাকারবারী কৃষকের ছদ্মবেশে কাঁটাতারের ওপারে তার জমিতে কাজ করতে গিয়েছে এবং ফেরার সময় সে সোনার বিস্কুট নিয়ে আসবে। এরপর বেলা দুটোর সময় জওয়ানরা একটি সন্দেহজনক ট্রাক্টর চালককে তার জমি থেকে আসতে দেখে।

Gold Smuggling : ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাখ লাখ টাকার সোনার বিস্কুট, BSF-র হাতে আটক পাচারকারী
বিএসএফ জওয়ানরা HHMD দিয়ে তাকে আপাদমস্তক তল্লাশি করে এবং মেশিন থেকে সন্দেহজনক আওয়াজ শোনা যায়। জওয়ানরা সঙ্গে সঙ্গে চালককে ট্রাক্টর থেকে নামিয়ে সীমান্ত চৌকিতে নিয়ে আসে। সীমান্ত চৌকিতে কঠোর জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, তার শরীরের পেছনের অংশে ৬টি সোনার বিস্কুট রয়েছে।

Border Security Force : ফের সীমান্তে পাচারে চেষ্টা, সোনার বিস্কুট সহ BSF-র হাতে আটক ১
জওয়ানরা পাচারকারীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। যেখানে চিকিৎসকরা পাচারকারীর এক্স-রে রিপোর্ট নেয়। রিপোর্টে তার রেকটামে হলুদ রঙের ধাতু দেখা গিয়েছে। চিকিৎসকের দল তার মলদ্বার থেকে ধাতু বের করলে ০৬টি সোনার বিস্কুট পাওয়া যায়। ধৃত পাচারকারীর নাম আব্দুস সামাদ। ধৃতের বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে জানা গিয়েছে।

WBTC: পাচারের আগে উদ্ধার ৭টি সোনার বিস্কুট, সরকারি বাস থেকে আটক যুবক
জিজ্ঞাসাবাদে চোরাকারবারী জানায়, এই সোনার বিস্কুটগুলো তাকে করিম শেখ, জেলা চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। চোরাকারবারী সোনা গুলিকে জকারিয়ার কাছে হস্তান্তর করতে বলা হয়েছিল। পরে জওয়ানরা লালগোলায় কাস্টমস আধিকারিকদের হাতে পাচারকারীকে তুলে দেয়। পাশাপাশি তার মেডিক্যাল রিপোর্ট এবং সোনা হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে বিপুল পরিমাণে চোরাই সোনা উদ্ধার হয় ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে। BSF জওয়ানদের হাতে আটক হয় এক পাচারকারী। ধৃত পাচারকারীর নাম আলমগীর শেখ। তার কাছ থেকেই উদ্ধার হয় প্রায় ৫৮৩.২ গ্রাম সোনা। দক্ষিণবঙ্গ সীমান্তের ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বয়রাঘাট আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version