South 24 Parganas : পুরনো বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশীর কান কামড়ে কেটে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার থানার পার্বতীপুর গ্রামে। আক্রান্ত ব্যক্তির নাম অমিত নাইয়া। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক সহ তার দলবল।

Dakshin 24 Pargana : পকেটে ঠাসা জাল নোটের বাণ্ডিল! মথুরাপুরে গ্রেফতার যুবক, রহস্য
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার পার্বতীপুর গ্রামে কালী পুজো চলছিল। অভিযোগ, সেই সময় এলাকার বাসিন্দা পাপাই নাইয়া তার দলবল নিয়ে প্রতিবেশী অমিত নাইয়ার বাড়িতে গিয়ে তাঁর উপর চড়াও হয়। এর পরেই অমিত নাইয়ার কানে কামড় দিয়ে কান কেটে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনায় গুরুতর আহত হন অমিত নাইয়া।

Dakshin 24 Parganas : উস্তিতে রাস্তার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট, মৃত ১
স্থানীয় বাসিন্দাদের তরফেই খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাটা কানটি উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় অমিত নাইয়াকে নিয়ে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Uttar 24 Pargana : সম্পত্তিগত বিবাদের জেরে ভাইকে খুনের চেষ্টা! দেগঙ্গায় গ্রেফতার প্রৌঢ়
অন্যদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্তরা। ঘটনায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ডহারবার থানার পুলিশ। সামান্য বচসার জেরে একজনের কান কামড়ে কেটে নেওয়ার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় পার্বতীপুর এলাকায়।

Nadia News : উপড়ে নেওয়া হয়েছে চোখ! নদিয়ায় এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে রহস্য
আক্রান্ত অমিত নাইয়া বলেন, “আমি বারান্দায় শুয়ে ছিলাম। মদ খেয়ে তিনজন এসে আমাকে আক্রমণ করে। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।” অভিযুক্তের সঙ্গে অমিত নাইয়ার কোনওরকম শত্রুতা বা বচসা ছিল না বলেই তিনি জানিয়েছেন। তবে বচসা না থাকলেও কেন তাঁর কান কামড়ে নেওয়া হল ? কেন তাঁকে আক্রমণ করা হল সে সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি অমিত নাইয়া।

ঘটনার পরেই এলাকায় ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা। ডায়মন্ড হারবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এরকমই এক ধরণের ঘটনা ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় এক যুবক দীপক দাসের কানে কোপ বসিয়ে কেটে নেওয়ার অভিযোগ ওঠে। হামলাকারীরা আক্রান্ত যুবকের প্রতিবেশী বলে জানা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version