West Bengal News : পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল দুর্গাপুরের মুচিপাড়ার কাছে জাতীয় সড়কে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল। উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এদিন সকালে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের মুচিপাড়ার ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে।

উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। মৃতের নাম গুরমুখ সিং। আজ সকালে বাইকে করে যখন বছর ৪৫ এর গুরমুখ যাচ্ছিলেন, ঠিক তখন একটি তেলের ট্যাংকার এসে সরাসরি তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের।

Bankura News : পথশ্রী প্রকল্পেও ঠিক হয়নি গ্রামের রাস্তা, অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
এরপরই উত্তেজিত জনতা জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমানগামী লেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ।

কিন্তু উত্তেজিত জনতাকে শান্ত করা যায়নি। এরপর দুর্গাপুরের বিভিন্ন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এলে তাঁদেরকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয়রা। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে।

Moyna Bandh : BJP-র ডাকে ১২ ঘণ্টার বনধ ময়নায়, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা
স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক সিগনাল সিস্টেম ঠিকঠাক ভাবে না চললে এই পরিণতি হবে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের মুচিপাড়ার কাছে জাতীয় সড়কে। উত্তেজিত এক স্থানীয় বাসিন্দা জানান, “এখানে ট্রাফিক সিগনাল রয়েছে। গোটা জেলার মধ্যে এটি অন্যতম বড় মোড়। কিন্তু এখানেই ঠিকঠাকভাবে সিগনাল কাজ করেনা। ট্রাফিক পুলিশের ঠিকঠাক দেখা মেলে না। এই নিয়ে অনেকবার পুলিশে আমরা স্থানীয়রা জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। আর যতদিন না সব কিছু ঠিকঠাক হবে, ততদিন এভাবেই দুর্ঘটনা ঘটতে থাকবে, আর কারোর না কারোর প্রাণ যাবে।”

স্থানীয়দের বক্তব্য, মাস দুয়েক আগেই এই এলাকায় একটি প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় পড়ে। গাড়িটি যাত্রী বোঝাই ছিল। দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে জখম হন ওই গাড়ির ৬ জন যাত্রী। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ! জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
ওই দুর্ঘটনাও ট্রাফিক সিগনালের গাফিলতির কারণে হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয়রা। তারপরেও পুলিশ প্রশাসনের টনক নড়েনি বলে জানান স্থানীয় বাসিন্দারা। তারপর আজকের দুর্ঘটনায় একজনের প্রাণ যাওয়ার পর রীতিমতো ফুঁসছেন এলাকাবাসীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version