ট্রেকারের সঙ্গে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা নন্দীগ্রামে। ঘটনায় আহত বহু মানুষ। এখনও পর্যন্ত ঘটনায় এক জনের মৃত্যুর খবর মিলেছে। মারাত্মক আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। গুরুতর আহতদের ভর্তি করানো হয়েছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, নন্দীগ্রামের সামরাইপুরে ঠাকুরচক স্ট্যান্ড এর কাছে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাসের মাঝে পড়ে যায় একটি যাত্রিবাহী ট্রেকার। বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা। একেবারে চিঁড়ে চ্যাপ্টা হয়ে গিয়েছে ট্রেকারটি। ট্রেকারের চালক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। চলছে উদ্ধার কাজ।

Raj Bhavan Fire : ২ ঘণ্টা ধরে জ্বলছে রাজভবন সংলগ্ন বহুতল, রাজ্যপাল বোসের পর ঘটনাস্থলে মমতাও

দুর্ঘটনার খবর শুনে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্থানীয় বিধায়ককে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বিধায়ক সৌমেন মহাপাত্র। ঘটনাস্থলে রয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাজিও।

আরও তথ্যের জন্য রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version