West Bengal News : জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বছর ৫৮-র গণেশ মুদি নামে এক ব্যক্তিকে খুনের ঘটনায় এক নাবালক সহ সাত জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি। প্রসঙ্গত, গত ৬ মে রানীবাঁধ থানা এলাকার শুশনিগেড়িয়া গ্রাম সংলগ্ন ভূতগেড়িয়া-আম বাঁধের কাছে গণেশ মুদির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। শুশনিগেড়িয়া গ্রামেরই বাসিন্দা ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Bankura News : রেলে চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাৎ! বাঁকুড়ায় ধৃত ‘ভুয়ো’ CBI অফিসার
নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খাতড়ার SDPO কাশীনাথ মিস্ত্রীর নেতৃত্বে রানীবাঁধ থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। অবশেষে বুধবার পুলিশ এক নাবালক সহ সাত অভিযুক্তকে শুশনিডাঙ্গা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি এদিন বলেন, “মৃত গণেশ মুদির দুই ভাই কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন। পৈতৃক জমি জমা দেখাশোনা ও চাষাবাদ করতেন গণেশ মুদি। আর আট বিঘা জমিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। আর জমি সংক্রান্ত বিবাদের জেরেই প্রতিবেশী অভিযুক্ত সাত জন গণেশ মুদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাথায় লোহার রড দিয়ে আঘাত করে খুন করেছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। পরে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।”

Kaliaganj Incident:’অসভ্য!’ কালিয়াগঞ্জ কাণ্ডে প্রশাসনের সমালোচনা এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের
এদের মধ্যে নাবালক একজন। তাঁকে জুভেনাইল বোর্ডের মাধ্যমে হোমে পাঠানো হয়েছে বলে তিনি জানান। এদিকে, অভিযুক্তদের আইনজীবি অসীম গোপ বলেন, “আমার মক্কেলরা সম্পূর্ণ নির্দোষ। ওই খুনের ঘটনার সঙ্গে তারা কেউ জড়িত নন।”

সরকার পক্ষের আইনজীবি সন্দীপ দে বলেন, “ধৃতদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৩২০, ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশের আবেদনে সাড়া দিয়ে বিচারক প্রত্যেকের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।”

Dakshin 24 Pargana : দু’মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
শুশনিগেড়িয়া গ্রামের স্থানীয় এক বাসিন্দা বলেন, “বেশ বড় জমি নিয়ে চাষ করাটাই গণেশবাবুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। বেশ অনেকদিন ধরেই ওই আট বিঘা জমি নিয়ে কিছু সমস্যা চলছিল। কিন্তু তা বলে সেই ঘটনা যে খুব পর্যন্ত চলে যাবে, সেই বিষয়ে আমাদের কারোরই ধারনা ছিল না।”

গণেশবাবুর দুই ভাই এই জমি ও চাষ নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না বলেই জানান গ্রামের ওই বাসিন্দা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version