জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) সঙ্গে তাঁর পার্টনার জর্জিনা রডরিগেজের (Georgina Rodriguez) নাকি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বিচ্ছেদের পথেই ফুটবল গ্রহের মহাতারকা ও স্প্যানিশ ইনফ্লুয়েন্সার! এমনটাই জল্পনা দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল। তবে এবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করে বিতর্কে জড়ালেন ‘সিআর সেভেন-এর (CR 7) জর্জিনা। সৌদি আরবের (Saudi Arabia) নিয়ম ভাঙার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।  
 
কী এমন কাজ করলেন পর্তুগালের মহাতারকার পার্টনার? 

বার্ষিক ২০০ মিলিয়ন ইউরোর চুক্তিতে আল নাসেরে (Al Nassr FC) যোগ দেন রোনাল্ডো। চলতি বছর জানুয়ারিতে প্রেমিকা জর্জিনা এবং পাঁচ সন্তানকে নিয়ে রিয়াধের বাসিন্দা হয়ে ওঠেন তিনি। কিন্তু সৌদির নিয়ম অনুযায়ী, অবিবাহিত যুগলের একসঙ্গে থাকার অনুমতি নেই। তবে শুধুমাত্র পর্তুগিজ মহাতারকাকে নিজেদের ক্লাবে সই করাতে বিশেষ অনুমতি দিয়েছিল সৌদি প্রশাসন। তাঁদের সেলিব্রিটি স্টেটাসের কথা মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়। কিন্তু এরপরও সেই দেশেই আইনকে বুড়ো আঙুল দেখালেন জর্জিনা। 

আরও পড়ুন: Wrestlers Protest: মূল অভিযুক্ত ব্রিজভূষণের বয়ান রেকর্ড, যৌন হেনস্থা মামলায় সিট গঠন করল দিল্লি পুলিস

আরও পড়ুন: Cristiano Ronaldo: গোলের দেখা নেই, মেজাজ হারাচ্ছেন! তবুও ৯৪৫৯৭৭১.২০ টাকার ঘড়ি পেয়ে দারুণ খুশি রোনাল্ডো

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন রোনাল্ডোর পার্টনার। সেই ছবিতে নীল বিকিনি পরে স্যুইমিং পুলে পা ডুবিয়ে বসে রয়েছেন তিনি। অন্য একটি ছবিতে পানীয় খাচ্ছেন জর্জিনা। আর এই ছবিগুলিই বিপাকে ফেলেছে তাঁকে। আসলে সৌদির আইনে অতিরিক্ত খোলামেলা অথবা সেমি-ন্যুড কিংবা অর্ধনগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় না। পাশাপাশি অত্যন্ত স্কিনি, ট্রান্সপারেন্ট পোশাক পরেও ছবি পোস্ট করার নিয়ম নেই। আর তাই এই ছবি পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড় উঠেছে। সৌদির বাসিন্দাদের একাংশ জর্জিনার এই পোস্ট ভালোভাবে নেননি।

২০০৯ সালে আর্মানি এক্সচেঞ্জের মডেল ক্যাম্পেন চলাকালীন রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল ইরিনা শায়েকের। রুশ সুপার মডেল ও অভিনেত্রীর সঙ্গে রোনাল্ডোর সম্পর্কের মেয়াদ ছিল ছ’বছর। এরপর ইরিনা ছেড়ে যান রোনাল্ডোকে। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ জাদুকর কখনও ভাবতেও পারেননি যে, ইরিনা তাঁকে ছেড়ে চলে যাবে। বন্ধুদের রোনাল্ডো জানিয়ে ছিলেন যে, সেই সময় সন্তান চাইছিলেন ইরিনা। অন্যদিকে রোনাল্ডো চাইছিলেন ফুটবলেই ফোকাস করতে। ইরিনা এরপর অভিনেতা ব্র্যাডলি কুপারের সঙ্গে ডেট করা শুরু করেন। অন্যদিকে রোনাল্ডোর সঙ্গে ২০১৬ সালে জর্জিনার দেখা হয়ে যায় মাদ্রিদের এক গুচির স্টোরে। সেখানে সেলস অ্যাসিস্টান্ট হিসেবে জর্জিনা কাজ করতেন। এরপর থেকে রোনাল্ডোর জীবনে শুধুই জর্জিনা। ইউরোপিয়ান ফুটবলের বর্ণময় অধ্যায় আপাতত শেষ রোনাল্ডোর। তিনি এসেছেন এশিয়ায়। পর্তুগিজ মহাতারকা তাঁর পার্টনার জর্জিনা ও পাঁচ সন্তানকে নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন জীবন মানিয়ে নিচ্ছেন ধীরে ধীরে। কিন্তু এরমধ্যেই দুই সেলিব্রেটি নতুন বিতর্কে জড়িয়ে গেলেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version