West Bengal News : এবার চার চাকা গাড়ি চুরির তদন্তে নেমে বড় অভিযান চালালো পুলিশ। আর তাতেই মিলল বড় সাফল্য। গাড়ি চুরির অভিযোগে গাড়ি চুরি চক্রের ২ পাণ্ডাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তাঁদের থেকে উদ্ধার হয়েছে একটি স্করপিও গাড়িও।

ধৃতদের মধ্যে একজনের নাম ভিকি দাস। বাড়ি বর্ধমান শহরের ডিভিসি মোড় এলাকায়। আর একজনের নাম অমর কুমার দাস। তার বাড়ি কলকাতার গার্ডেনরিচ থানা এলাকায়। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ধৃতদের বৃহস্পতিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।

Murshidabad News : প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদে, পুলিশের জালে ২ কুখ্যাত দুষ্কৃতী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেমারি থানা এলাকার সুভাষ বিশ্বাস নামে এক বাসিন্দা গত ১৪ মে বর্ধমান থানায় তার একটি স্করপিও গাড়ি আলিশা সংলগ্ন একটি গ্যারেজে সারাতে দিলে গ্যারেজ থেকেই গাড়িটি চুরি হয়ে যায় বলে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে।

বর্ধমান থানার পুলিশ প্রথমে গ্যারেজেরই ভিকি দাস নামে এক কর্মচারীকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায়, বুধবার রাতে কলকাতা থেকে ওই চুরি যাওয়া স্করপিও গাড়িটি উদ্ধার করে এবং অমর কুমার দাস ও বিকি দাসকে গ্রেফতার করে। বৃহস্পতিবার এই দুজনের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বর্ধমান আদালতে ধৃতদের পেশ করে বর্ধমান থানার পুলিশ।

Raju Jha News : রাজু ঝা খুনে সামনে আসবে নতুন তথ্য! গোপন জবানবন্দি স্ত্রীর
এই বিষয়ে জেলা পুলিশের এক পদস্থ কর্তা বলেন, “প্রাথমিকভাবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। এবার এদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হবে যে এদের সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে বা এদের দলে আর কে কে রয়েছে। যদি কেউ থেকে থাকে তাহলে খুব তাড়াতাড়ি সবাইকে আইনের আওতায় আনা হবে।”

প্রসঙ্গত উল্লেখ্য, গত এপ্রিল মাসেই বাইক চুরির তদন্তে নেমে দুই বাইক চোরকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয় বেশ কয়েকটি বাইকও। এছাড়াও, জানুয়ারি মাসেই পূর্ব বর্ধমান থেকে দুটি পাইপগান ও তিন রাউন্ড গুলি সহ ৫ জন দুষ্কৃতীকে আগেই গ্রেফতার করেছিল বর্ধমান থানার পুলিশ।

Murshidabad News : সুতি পুলিশের জালে গয়না চুরি চক্রের হদিশ, গ্রেফতার ২
১৯ নম্বর জাতীয় সড়কের আজিরবাগান আন্ডারপাশ এলাকা থেকে মাঝরাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি ছিল সুদূর মহারাষ্ট্রের পালঘরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version