বগটুই, নামটা শুনলেই মনে পড়তে বাধ্য গা শিউরে ওঠা সেই বিভীষিকাময় রাতের কথা। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নন্দীগ্রামের পর গণহত্যার কালো অধ্যায় জায়গায় করে নেয় বীরভূমের এই প্রত্যন্ত গ্রাম। সামনের পঞ্চায়েত ভোটে বগটুই ভিড়বে কোনদিকে ? উত্তর খুঁজে বেড়াচ্ছেন রাজনৈতিক কারবারিরা। বিজেপির কাছে বগটুই যেমন সংখ্যালঘু ভোটব্যাংকে থাবা বসানোর সুবর্ণ সুযোগ, শাসক দলের কাছে বগটুই সেখানে সম্মানরক্ষার লড়াই।

Birbhum News : বীরভূমে ঝড়ের তাণ্ডব, মাঝরাতে কাঁচা বাড়ি ভেঙে পড়ে মৃত্যু আড়াই বছরের শিশুর
একটা সময় ছিল, গোটা গ্রাম ঘুরলে পদ্ম চিহ্ন খুঁজে পাওয়া যেত না গোটা গ্রামে। আজ সেখানে ধিকি ধিকি বেড়ে চলেছে শাসক দলের প্রতি ক্ষোভের আঁচ। বাড়ছে বিজেপির প্রতি মানুষের সমর্থনও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ক্ষোভের পাঁকেই পদ্ম খুঁজছে বিজেপি। বিজেপির ধারণা, সংখ্যালঘু অধ্যুষিত গ্রামে সংগঠন মজবুত হলে জেলার অন্য প্রান্তেও সংখ্যালঘুদের সমর্থনে ঝোল টানা যাবে নিজেদের দিকে।

Anubrata Mondal : অনুব্রত গড়েই একাধিক TMC নেতার সম্পত্তি বেড়েছে হু হু করে! সরব BJP
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে তাহলে তৃণমূল কী করছে ? শাসক দলও নিজের গড় ছাড়তে নারাজ। তারাও একের পর এক দলীয় কর্মসূচি নিয়ে যাচ্ছে বগটুইয়ে। আনারুলের অবর্তমানে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বগটুইকে হাতছাড়া হওয়া থেকে বাঁচাতে সংখ্যালঘু সেলের রামপুরহাট এক নম্বর ব্লকের সভাপতি করেন তারই অনুগামী রিয়াজুল হককে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই হঠাৎই পদত্যাগ করে দেন তিনি।

Abhishek Banerjee : গোষ্ঠীকোন্দল বরদাস্ত নয়, বীরভূম ছাড়ার আগে একাধিক নেতাকে হুঁশিয়ারি অভিষেকের
যদিও রামপুরহাটের ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির দাবি, “বগটুইয়ে মিহিলাল শেখ এর পরিবার বাদ দিয়ে আর কোনও বিজেপির সমর্থক নেই।” তাঁর কথায়, যেদিন শুভেন্দু অধিকারী এসেছিলেন সেদিন তো জমায়েত দেখানোর কারণে বিজেপি বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক নিয়ে এসেছিল। কিন্তু এখানেই যখন ফিরহাদ হাকিম এসেছিলন তখন কোনও বাইরে থেকে লোক আনা হয়নি। গ্রামের লোকরাই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে লিখেছিল “দিদি আমরা তোমার সঙ্গে আছি।” সত্যিই কি আছে ? উত্তর দেবে পঞ্চায়েত।

অন্যদিকে, মিহিলাল শেখ বলেন “গ্রামের মানুষ এখন বুঝে গিয়েছে, তাই যাকে পদে বসাক না কেন তৃণমূলের স্থান আর এই গ্রামে হবে না। বেশ কিছু মানুষ মিথ্যে মামলার ভয়ে উপরে উপরে তৃণমূল করলেও পঞ্চায়েত নির্বাচন হলে তারা বিজেপিকে ভোট দেবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে মডেলগ্রাম করবে বলেছে, ওটাও শুধু মুখে বলা কথা মাত্র। আগে প্র্যাকটিক্যাল টা দেখা তারপর বুঝবো। “

Abhishek Banerjee Meets RSS Worker : ‘আলো নেই’ অভিষেকের দ্বারস্থ আরএসএস সঙ্ঘী!

প্রসঙ্গত, ২০২২ সালের ৩১ শে মার্চের বগটুই হত্যাকাণ্ড নিয়ে দ্বিধাভক্ত গোটা গ্রাম। মূলত উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এই গ্রাম। মধ্যরাত্রেই বাইরে থেকে ঘরের সদর দরজা বন্ধ করে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় একাধিক বাড়িতে। সেই আগুনে দগ্ধ হয়েই মৃত্যু হয় দশ জনের। তার পরে এক বছরের মধ্যেই বদলে গিয়েছে গ্রামের রাজনৈতিক সমীকরণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version